নিজস্ব প্রতিবেদকঃ
বেসরকারি বাণিজ্যিক ব্যাংক ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি তাদের বিভিন্ন বিভাগে লোকবল নিয়োগ দেবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম : প্রবেশনারি অফিসার।পদের সংখ্যা : নির্ধারিত না। আবেদন যোগ্যতা : যেকোনো বিষয়ে মাস্টার্স পাস হতে হবে। সঙ্গে ৪ বছরের অনার্স থাকতে হবে।
এসএসসি ও এইচএসসি পরীক্ষায় কমপক্ষে জিপিএ ৪ থাকতে হবে। অনার্স ও মাস্টার্সে সিজিপিএ ৪ এর মধ্যে কমপক্ষে ৩ পয়েন্ট থাকতে হবে। তবে ৫ স্কেলের ক্ষেত্রে কমপক্ষে ৩.৭৫ পয়েন্ট থাকতে হবে।
প্রার্থীর বয়স কমপক্ষে ২২ বছর হতে হবে। সবোর্চ্চ ৩০ বছর। যোগাযোগ দক্ষতা থাকতে হবে। ইন্টারপারসোনাল স্কিল থাকতে হবে। এমএস অফিসের কাজে দক্ষ হতে হবে।
চূড়ান্ত নিয়োগের পর বাংলাদেশের যেকোনো স্থানে কাজের আগ্রহ থাকতে হবে।