নিজস্ব প্রতিবেদকঃ
টি-টোয়েন্টি ক্রিকেটের আবির্ভাব পালটে দিয়েছে ক্রিকেট দুনিয়ার হিসাব-নিকাশ। তারই একবাজারি সংস্করণ ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট। ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট আবির্ভাবের পর থেকেই কদর রেড়েছে ক্রিকেটারদের।
ভারতের জনপ্রিয় টুর্নামেন্ট আইপিএল কোটিপতি লিগ হিসেবে বেশ পরিচিত। বর্তমান সময়ের অনেক উঠতি ক্রিকেটারের লক্ষ্যই হলো আইপিএল খেলা।
শুধু উঠতি ক্রিকেটার কেনো! অর্থের মোহে পড়ে ক্রিকেট খেলুড়ে বিভিন্ন দেশের তারকা ক্রিকেটাররা জাতীয় দলের খেলা থাকা সত্ত্বেও আইপিএলে অংশ নেন।
অথচ ভারতের এই কোটিপতি লিগে খেলার সুবর্ণ সুযোগ পেয়েও টুর্নামেন্টে মাত্র দুই ম্যাচ খেলে আইপিএল ছেড়ে দেশে ফিরে বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন দিল্লি ক্যাপিটালসের অস্ট্রেলিয়ান তারকা অলরাউন্ডার মিচেল মার্শ।
লখনউ সুপার জায়ান্টস এবং গুজরাট টাইটান্সের বিপক্ষে প্রথম দুই ম্যাচে একাদশে ছিলেন মার্শ। দিল্লির বোলিং কোচ জেমস হোপস বলেছেন, মার্শকে আমরা পরের কয়েকটা ম্যাচে পাব না। ও বিয়ে করতে দেশে ফিরছে। অস্ট্রেলিয়ান তারকাকে জীবনের নতুন ইনিংসের জন্য শুভেচ্ছা জানিয়েছে দিল্লি। সাড়ে ছয় কোটি টাকায় কেনা এই তারকা ক্রিকেটার আগামী কয়েকটি ম্যাচে দিল্লির হয়ে খেলতে পারবেন না।