নিউজ ডেস্কঃ
ভারতের সঙ্গে সকল সীমান্ত বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ। এই সিদ্ধান্ত আগামীকাল সোমবার (২৬ এপ্রিল) সকাল ৬টা থেকে পরবর্তী ১৪ দিন বলবৎ থাকবে। এই সময়ের মধ্যে কেউই দেশে ঢুকতে বা বের হতে পারবেন না বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পূর্ব) মাশফি বিনতে সামস। আজ রবিবার (২৫ এপ্রিল) বিকালে তিনি এ তথ্য জানান।
জনাব মাশফি বলেন, সীমান্ত দিয়ে বাণিজ্য ব্যবস্থা বলবৎ থাকবে। এছাড়া যেসব বাংলাদেশির ভিসার মেয়াদ শেষ হয়ে যাচ্ছে, তাদের ক্ষেত্রে কোভিড টেস্ট ও কলকাতা মিশনের ছাড়পত্র সাপেক্ষে বাংলাদেশে প্রবেশের সুযোগ থাকবে।
তিনি বলেন, ওইসব বাংলাদেশিদের দেশে প্রবেশের পর বাধ্যতামূলকভাবে ১৪ দিন প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকতে হবে।
এদিকে করোনা আতংকে ও বিভিন্ন প্রয়োজনে অনেক ভারতীয় নাগরিক বাংলাদেশে প্রবেশ করছেন। শুধুমাত্র গতকালই বেনাপোল সীমান্ত দিয়ে ৫৪০ জন ভারতীয় প্রবেশ করেছেন এবং অন্যান্য সীমান্ত দিয়েও ৩০ থেকে ৪০ জন করে প্রবেশ করেছেন।
উল্লেখ্য, গত ১৪ এপ্রিল বাংলাদেশে লকডাউন চালু হওয়ার দিন থেকে ভারতীয় দূতাবাস ভিসা কার্যক্রম বন্ধ রাখলেও বাংলাদেশ ভারতীয়দের জন্য ভিসা দিচ্ছে।