নিজস্ব প্রতিবেদকঃ
শিক্ষা বোর্ডের রেজিস্ট্রেশন পাওয়া মাদ্রাসাগুলোকে জাতীয়করণ এবং শিক্ষার্থীদের বন্ধ উপবৃত্তি দ্রুত চালুসহ সাত দফার দাবি জানিয়েছে স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষক ঐক্যজোট। একই সঙ্গে নেতারা লাগাতার আন্দোলনের হুমকি দিয়েছেন।
গত বছরের ১২ অক্টোবর শিক্ষামন্ত্রী স্বতন্ত্র ইবতেদায়ি শিক্ষা ঐক্যজোটের নেতৃবৃন্দকে নিয়ে মন্ত্রণালয়ে বৈঠক করেন। সে সময় শিক্ষামন্ত্রী বলেছিলেন, আগামী দুই মাসের মধ্যে শিক্ষার্থীদের উপবৃত্তি এবং চার মাসের মধ্যে শিক্ষকদের বেতন-ভাতার ব্যবস্থা করা হবে। তবে এখন পর্যন্ত তা বাস্তবায়ন না হওয়ায় পুনরায় আন্দোলনে নামার সিদ্ধান্ত নিয়েছি।
আগামী ২২ ফেব্রুয়ারি সব জেলায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন করে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রী বরাবর স্মারকলিপি দেওয়া হবে। ৬ মার্চ রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে শিক্ষকদের নিয়ে মানববন্ধনসহ লাগাতার অবস্থান কর্মসূচি পালন করা হবে।
সংবাদ সম্মেলনে মোখলেছুর রহমান আরও বলেন, আশা করি প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রী কর্মসূচির আগেই দাবিগুলো বাস্তবায়ন করবেন। মানববন্ধনে উপস্থিত ছিলেন সংগঠনটির সমন্বয়কারী কাজী ফয়জুর রহমান, স্বাধীনতা মাদ্রাসা পরিষদের সভাপতি অধ্যাপক নজরুল ইসলাম ও জয়নাল আবেদীন।