নিউজ ডেস্ক :
এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী শমী কায়সার আবারও বিয়ের করেছেন। বরের নাম রেজা আমিন। জানা গেছে পারিবারিক ভাবে গত ২৭ সেপ্টেম্বর তাদের বিয়ে হয়। ৯ অক্টোবর, শুক্রবার জমকালো অয়োজনে বিয়ের অনুষ্ঠান হয়। শমীর এই নতুন স্বামী রেজা আমিন পেশায় ব্যবসায়ী। খোঁজ নিয়ে জানা গেছে, তার গ্রামের বাড়ি কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রামে। রেজা পেশায় ব্যবসায়ী। র্যাংগস গ্রুপের কর্মকর্তা ছিলেন। পরে নিজে ব্যবসায়ী হিসেবে প্রতিষ্ঠিত হয়েছেন।
শমী কায়সার নব্বই এর দশকের জনপ্রিয় অভিনেত্রী ছিলেন। শমী ১৫ জানুয়ারি জন্মগ্রহণ করেন। তার পিতার শহীদ বুদ্ধিজীবি শহীদুল্লাহ কায়সার ও মা পান্না কায়সার। তার মা একজন লেখিকা এবং সাবেক সংসদ সদস্য। শমীর ছোট ভাই আছে নাম অমিতাভ কায়সার। শমী কায়সার ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ( ই-ক্যাব)-এর সভাপতি এবং এফবিসিসিআইর পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।
উল্লেখ্য, প্রথম বার ১৯৯৯ সালে ভারতীয় নাগরিক ব্যবসায়ী অর্নব ব্যানার্জী রিঙ্গোকে বিয়ে করেন শমী। পরে দুই বছর পর তাদের বিচ্ছেদ ঘটে। পরবর্তীতে তিনি ২০০৮ সালের ২৪ জুলাই ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির শিক্ষক মোহাম্মদ আরাফাতকে বিয়ে করেন। পরে সেই বিবাহও বিচ্ছেদ হয়।