নিজস্ব প্রতিবেদকঃ
এবার টি-২০ ক্রিকেটে অনন্য একটি রেকর্ডের দ্বারপ্রান্তে সাকিব আল হাসান। বাংলাদেশের দ্বিতীয় ব্যাটার হিসেবে টি-২০ ক্রিকেটে ২ হাজার রানের মাইলফলক স্পর্শ করার খুব কাছাকাছি বিশ্বসেরা এই অলরাউন্ডার। অসাধারণ এই মাইলফলকে পৌঁছতে আর মাত্র ৯২ রান প্রয়োজন এই তারকার।
আগামীকাল থেকে ওয়েস্ট ইন্ডিজের ডমিনিকায় শুরু হচ্ছে তিন ম্যাচের টি-২০ সিরিজ। এই সিরিজে ২ হাজার রানের মাইলফলক স্পর্শ করার সুযোগ পাচ্ছেন সাকিব।
এর আগে বাংলাদেশের প্রথম ব্যাটার হিসেবে ২ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন টি-২০ অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। ১১৫ ম্যাচে রিয়াদের টি-২০ রান ২০০২। ৯৬ ম্যাচে ১৯০৮ রান সাকিবের।
গত ২০০৬ সালের নভেম্বরে খুলনায় জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে টি-২০ অভিষেক হয় সাকিবের। এই ফরম্যাটে ৯টি হাফ-সেঞ্চুরিও করেছেন তিনি।