আর্মেনিয়ার বিরুদ্ধে যুদ্ধে রিজার্ভ ফোর্সে ৫০ হাজার আজারবাইজানি

আর্মেনিয়ার বিরুদ্ধে যুদ্ধে রিজার্ভ ফোর্সে ৫০ হাজার আজারবাইজানি

আন্তর্জাতিক ডেস্ক:  আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভের আহ্বানে সাড়া দিয়ে ৫০ হাজারের বেশি মানুষ রিজার্ভ ফোর্সে নাম লিখিয়েছে। প্রতিবেশী শত্রুভাবাপন্ন দেশ আর্মেনিয়ার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য অতিরিক্ত সৈন্য লাগবে বলে আলিয়েভে ঘোষণা দিয়েছিলেন। মধ্য এশিয়ার এই দেশটি ও প্রতিবেশি আর্মেনিয়া সাথে দীর্ঘদিন যাবত দ্বন্দ্ব ও সংঘাত চলছে।

আজারবাইজান থেকে আরান নিউজ জানিয়েছে, গত কয়েকদিন ধরে আজারবাইজানের বিভিন্ন স্থানে সাধারণ মানুষ আর্মেনিয়ার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করে। বিক্ষোভকারীরা নগরনোকারাবাখ নিয়ে সংঘাতে অংশগ্রহণের জন্য যত বেশি সম্ভব মানুষকে রিজার্ভ ফোর্সে শামিল হওয়ার আহ্বান জানান।

নগরনোকারাবাখের সীমান্ত অঞ্চল তোভুজে গত সপ্তাহের রোববার থেকে আর্মেনিয়া ও আজারবাইজানের সেনাবাহিনীর মধ্যে সংঘর্ষ শুরু হয়। এ সংঘর্ষ এখনো চলছে এবং এতে দু’পক্ষের বহু মানুষ হতাহত হয়েছে। নগরনোকারাবাখের মালিকানা নিয়ে আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যে ১৯৮৮ সালে প্রথম দ্বন্দ্ব শুরু হয় এবং ১৯৯১ সালে এ দ্বন্দ্ব সংঘর্ষে রূপ নেয়। ওই সংঘর্ষে নগরনোকারাবাখ অঞ্চল ও এর পার্শ্ববর্তী সাতটি শহর দখল করে নেয় আর্মেনিয়া।

Loading

পোষ্টটি প্রয়োজনীয় মনে হলে শেয়ার করতে পারেন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!