নিজস্ব প্রতিবেদকঃ
রাজবাড়ীর গোয়ালন্দে বিএনপির অবস্থান কর্মসূচিতে হামলা হয়েছে। শনিবার (৮ এপ্রিল) বিকালে উপজেলা কোর্ট চত্বরে এ ঘটনা ঘটে। এ সময় নেতা-কর্মীদের বহনকারী একটি মাইক্রোবাসে হামলা চালানো হয়। সেই হামলার ভিডিও ধারণ করতে গিয়ে কয়েকজন সাংবাদিকসহ বিএনপির নেতা-কর্মীরা আহত হন।
হামলায় মইনুল হক মৃধা এবং দৈনিক ইনকিলাবের গোয়ালন্দ উপজেলা সংবাদদাতা মোজাম্মেল হক লাল্টু আহত হন।
স্থানীয় লোকজন ও প্রত্যক্ষদর্শী সংবাদকর্মীরা জানান, শনিবার বিকেলে গোয়ালন্দে বিএনপির কেন্দ্র ঘোষিত ১০ দফা দাবি বাস্তবায়নে অবস্থান কর্মসূচি ছিল। এই কর্মসূচীকে কেন্দ্র করে আওয়ামী লীগের নেতা-কর্মীরাও সতর্ক অবস্থানে ছিল। বিকাল ৩টার দিকে উপজেলা কোর্ট চত্বরে বিএনপির নেতা-কর্মীদের বহনকারী একটি মাইক্রোবাস আসলে আওয়ামী লীগের নেতা-কর্মীরা ওই গাড়িতে ভাঙচুর শুরু করে। এ সময় কর্মরত সাংবাদিকরা ঘটনাটির ভিডিও ধারণ করতে গেলে নেতা-কর্মীরা সাংবাদিকদের উপর হামলা চালায়। হামলায় আহত সাংবাদিকদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে মইনুল হক মৃধাকে ভর্তি ও মোজাম্মেল হক লাল্টুকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
আহত সাংবাদিক মইনুল হক মৃধার স্ত্রী সাবরিন আক্তার এ ঘটনার বিচার দাবি করে বলেন, ‘পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে আমার স্বামী হামলায় আহত হয়েছে। এ হামলার বিচার না হলে এরপর আপনারাও হামলার শিকার হবেন। এ ঘটনায় থানায় অভিযোগ দেওয়া হবে।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন বলেন, ‘মাইক্রোবাসে করে কয়েকজন নেতা-কর্মী অবস্থান কর্মসূচিতে যোগ দিতে আসেন। হামলার শিকার হয়ে তারা আর কর্মসূচিতে যোগ দিতে পারেননি।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোস্তফা মুন্সি বলেন, ‘বিষয়টি অত্যন্ত দুঃখজনক। আগে গোয়ালন্দে এ ধরনের ঘটনা ঘটেনি। দ্রুত সময়ের মধ্যে সাংবাদিক নেতাদের সঙ্গে বসে বিষয়টির সমাধান করা হবে।