স্পোর্টস ডেস্ক : বিশ্ব ক্রিকেটে এখন আইপিএলের খুবই প্রভাব। টাকা তো আছেই এছাড়াও আরো অনেক কারণে ভারতের এই ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগটিকে পছন্দ করেন বিশ্বের তারকা ক্রিকেটাররা। ইংল্যান্ডের অধিনায়ক ইয়ন মরগ্যান বলেই ফেললেন, ২০১৯ ওয়ানডে বিশ্বকাপটা তারা জিতেছেন আইপিএলের কারণেই!
বিশ্বকাপের আগে দ্বিপক্ষীয় সিরিজ খেলার চেয়ে বরং আইপিএল খেলতে দেয়ার জন্যই ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) চেয়ারম্যান অ্যান্ড্রু স্ট্রাউসকে চাপ দিয়েছিলেন মরগ্যান। এর উপকারিতা বোঝাতে সক্ষমও হয়েছিলেন তখন। মরগ্যানের দাবি, সেটারই ফল মিলেছে ২০১৯ বিশ্বকাপে।
পোষ্টটি প্রয়োজনীয় মনে হলে শেয়ার করতে পারেন...