ইউএস ওপেনে নেমেই জয় সেরেনার

ইউএস ওপেনে নেমেই জয় সেরেনার

স্পোর্টস ডেস্ক :
জয় দিয়েই ২০২০ ইউএস ওপেন যাত্রা শুরু করলেন সেরেনা উইলিয়ামস। নিজ দেশের টেনিস তারকা ক্রিস্টি অ্যানকে স্ট্রেট সেটে হারিয়ে ইউএস ওপেনে সর্বাধিক ম্যাচ জয়ের ইতিহাস গড়লেন মার্কিন টেনিস তারকা সেরেনা।

ইউএস ওপেনে সর্বাধিক ম্যাচ জয়ের হিসেবে ক্রিস ইভার্টের সঙ্গে এতদিন একই আসনে ছিলেন সেরেনা। বুধবার প্রথম রাউন্ডের ম্যাচ জিতে ইভার্টকে টপকে ইউএস ওপেনে ম্যাচ জয়ের শীর্ষে উঠে এলেন তিনি।

আর্থার অ্যাশ স্টেডিয়ামে সেরেনা ৭-৫, ৬-৩ সেটে হারান ক্রিস্টি অ্যানকে। সে সঙ্গে ইউএস ওপেন ১০২তম জয়টি তুলে নেন সেরেনা এবং টপকে যান ইভার্টকে। সে সঙ্গে এককভাবে রেকর্ডটা নিজের করে নেন তিনি। ইউএস ওপেনে সর্বোচ্চ জয়ের হিসেবে সেরেনা পেছনে ফেলেন পুরুষ প্রতিযোগীদেরও।

Loading

পোষ্টটি প্রয়োজনীয় মনে হলে শেয়ার করতে পারেন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!