ইউক্রেনের ৪৫ সেনাকে মুক্তি দিল রাশিয়া

ইউক্রেনের ৪৫ সেনাকে মুক্তি দিল রাশিয়া

নিউজ ডেস্কঃ

রাশিয়ার সামরিক অভিযানে আটক ৪৫ ইউক্রেনীয় সেনাকে বন্দিবিনিময় চুক্তির আওতায় মুক্তি দিল মস্কো। ইউক্রেনের রিইন্টিগ্রেশন মন্ত্রণালয় জানায়, শনিবার তাদের এ সেনা সদস্যদের রাশিয়ার কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে। খবর আনাদোলুর।

মুক্তিপ্রাপ্ত সেনা সদস্যদের ৪২ পুরুষ এবং তিনজন নারী। তারা সবাই আজভ ব্রিগেডের সদস্য ছিলেন। ৯ বছর আগে সেনাবাহিনীর এ ব্রিগেডটি প্রতিষ্ঠা করে ইউক্রেন।

এদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, শনিবার ভোরে ইউক্রেনে আটক ৩ রুশ পাইলট মুক্তি পেয়েছেন।

এক বিবৃতিতে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, কিয়েভের সঙ্গে ব্যাপক আলোচনার পর ওই তিন পাইলটকে বন্দিবিনিময় চুক্তির আওতায় মুক্তি দিয়েছে ইউক্রেন।

এর আগে গত ১৬ এপ্রিল ইউক্রেন ও রাশিয়ার মধ্যে বন্দিবিনিময় হয়েছে। গত ১৪ মাস ধরে চলছে ইউক্রেন-রাশিয়া সংঘাত।

 

Loading

পোষ্টটি প্রয়োজনীয় মনে হলে শেয়ার করতে পারেন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!