নিউজ ডেস্কঃ
পুঁজিবাজারে তালিকাভুক্ত ইউনিলিভার কনজিউমার কেয়ার লিমিটেডের চলতি ২০২৩ হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) এর আগের হিসাব বছরের একই সময়ের তুলনায় বিক্রি বাবদ আয় কমেছে প্রায় ১১ শতাংশ। এ আয় কমা সত্ত্বেও দক্ষ পরিচালন ব্যয় ব্যবস্থাপনা, আর্থিক আয় বৃদ্ধি ও সাম্প্রতিক সময়ের ব্যবসা উন্নয়নের ইতিবাচক প্রভাবে আলোচ্য প্রথম প্রান্তিকে কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফা বেড়েছে প্রায় ১৭ শতাংশ। কোম্পানির সর্বশেষ অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
প্রতিবেদন অনুসারে, চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে ইউনিলিভার কনজিউমার কেয়ারের বিক্রি বাবদ আয় হয়েছে ১০৮ কোটি ৫২ লাখ টাকা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ১২১ কোটি ৪৭ লাখ টাকা। সে হিসাবে এক বছরের ব্যবধানে কোম্পানিটির আয় বেড়েছে ১২ কোটি ৯৫ লাখ টাকা বা ১০ দশমিক ৬৬ শতাংশ। আলোচ্য সময়ে কোম্পানির পরিচালন ব্যয় ২৩ দশমিক ৪১ শতাংশ কমে হয়েছে ২৩ কোটি ৩০ লাখ টাকা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৩০ কোটি ৪২ লাখ টাকা। আলোচ্য সময়ে কোম্পানির আর্থিক আয় প্রায় ৮১১ শতাংশ বেড়ে হয়েছে ৪ কোটি ১৩ লাখ টাকা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৪৫ লাখ টাকা।
চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ২০ কোটি ১৩ লাখ টাকা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ১৭ কোটি ২৬ লাখ টাকা। সে হিসাবে বছরের ব্যবধানে কোম্পানিটির নিট মুনাফা বেড়েছে ২ কোটি ৮৭ লাখ টাকা বা ১৬ দশমিক ৬৫ শতাংশ। আলোচ্য প্রান্তিকে কোম্পানির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১৬ টাকা ৭২ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ১৪ টাকা ৩৩ পয়সা। গত ৩১ মার্চ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ১৫৬ টাকা ৩১ পয়সায়।