ইতালি উপকূলে সহস্রাধিক অভিবাসী উদ্ধার

ইতালি উপকূলে সহস্রাধিক অভিবাসী উদ্ধার

নিউজ ডেস্কঃ

ভূমধ্যসাগরে দুটি মাছ ধরার নৌকা থেকে এক হাজারেরও বেশি অভিবাসন-প্রত্যাশীকে উদ্ধার করার কথা জানিয়েছে ইতালির উপকূল রক্ষীরা। বুধবার তাদের সঙ্গে দুটি মরদেহও উদ্ধার করা হয়েছে।

ভয়েস অব আমেরিকার খবরে বলা হয়েছে, সিসিলির সিরাকিউসের উপকূলে দুটি ‘জটিল’ অভিযানে লিবিয়া থেকে আগত নৌকা থেকে তাদেরকে উদ্ধার করা হয়। মঙ্গলবার অভিবাসন-প্রত্যাশীদের উদ্ধারের জন্য একটি হটলাইন অ্যালার্ম গ্রুপের সতর্কতা অনুসরণ করে এই কার্যক্রম চালানো হয়।

সিসিলির উপকূল থেকে প্রায় ৩৫ মাইল দূরে প্রথম নৌকা থেকে ইতালির একটি উপকূলরক্ষী জাহাজ ৪১৬ জনকে উদ্ধার করে। এছাড়া ইইউ সীমান্ত বাহিনী ফ্রন্টেক্সের সঙ্গে কাজ করা একটি স্প্যানিশ টহল জাহাজ আরও ৭৮ জনকে উদ্ধার করেছে।

উপকূল থেকে ৬০ মাইল দূরে দ্বিতীয় একটি মাছ ধরার নৌকা থেকে উপকূলরক্ষীর জাহাজ এবং ইতালির আর্থিক অপরাধ পুলিশ ৬৬৩ জন অভিবাসন-প্রত্যাশীকে উদ্ধার করতে হস্তক্ষেপ করেছিল এবং দুটি মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

সপ্তাহান্তে দায়িত্ব নেয়ার পর ইতালির নতুন প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি মঙ্গলবার সংসদে তার প্রথম বক্তব্যে আফ্রিকা থেকে অভিবাসন-প্রত্যাশীদের নৌকায় পারাপার বন্ধ করার প্রতিশ্রুতি দিয়েছেন।

ইতালি দীর্ঘদিন ধরে অভিবাসন-প্রত্যাশীদের গ্রহণের ক্ষেত্রে সম্মুখ সারিতে রয়েছে।বিশ্বের সবচেয়ে মারাত্মক সমুদ্রপথে পারাপারের চেষ্টা চালানো হাজার হাজার মানুষকে ইতালি গ্রহণ করে।

মেলোনির নতুন স্বরাষ্ট্রমন্ত্রী মাত্তেও পিয়ান্তেডোসি বলেছেন, জাহাজগুলো সীমান্ত নিরাপত্তার বিষয়ে ইউরোপীয় এবং ইতালীয় প্রবিধানের সঙ্গে সঙ্গতিপূর্ণ ছিল না। তিনি ইতালীয় জলসীমায় তাদের প্রবেশ নিষিদ্ধ করার বিষয়ে চিন্তাভাবনা করছেন।

Loading

পোষ্টটি প্রয়োজনীয় মনে হলে শেয়ার করতে পারেন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!