ইসরায়েল বাহিনী গুলিতে ফিলিস্তিনি তরুণ নিহত

ইসরায়েল বাহিনী গুলিতে ফিলিস্তিনি তরুণ নিহত

নিউজ ডেস্কঃ

ইসরাইলি বাহিনীর হামলায় পবিত্র আল-আকসা মসজিদের পাশে এক ফিলিস্তিনি তরুণ নিহত হয়েছেন।

পবিত্র রমজান মাসে ইহুদিবাদী ইসরায়েল বাহিনী আল-আকসা মসজিদে ফিলিস্তিনি মুসল্লিদের প্রবেশে বাধা দেওয়াসহ বিভিন্ন হামলা চালিয়েছে। এছাড়াও আরো অনেক হত্যাকাণ্ডের মতো ঘটনা ঘটায়।৮

ফিলিস্তিনি গণমাধ্যম জানিয়েছে, শুক্রবার সন্ধ্যায় মোহাম্মাদ আল-ওসাইবি নামে এ ফিলিস্তিনি তরুণ আল-আকসা মসজিদের গেটের কাছে নিহত হন।

প্রত্যক্ষদর্শীদের বণর্নানুযায়ী, আল-আকসা মসজিদের ভেতর থেকে গুলির শব্দ স্পষ্টভাবে শোনা গেছে। একজন ফিলিস্তিনি তরুণীকে আল-আকসা মসজিদে ইহুদিবাদী সেনারা প্রবেশে বাধা দিলে ওই তরুণ তার প্রতিবাদ করেন। এ জন্য ইহুদিবাদী সেনারা ২৬ বছর বয়সি আল-ওসাইবিকে গুলি করে হত্যা করে।

ফিলিস্তিনি তরুণকে গুলি করে হত্যা করার পর ইহুদিবাদীরা দরজা বন্ধ করে দেন এবং মসজিদ চত্বরে প্রবেশ করার ওপর নিষেধাজ্ঞা জারি করেন। এ সময় ইসরায়েল নিরাপত্তা বাহিনী সেখানে বিপুলসংখ্যক সেনা মোতায়েন করে।

Loading

পোষ্টটি প্রয়োজনীয় মনে হলে শেয়ার করতে পারেন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!