ঈদে গার্মেন্টস কর্মীদের কর্মস্থলে থাকার আহবান স্বরাষ্ট্রমন্ত্রীর

ঈদে গার্মেন্টস কর্মীদের কর্মস্থলে থাকার আহবান স্বরাষ্ট্রমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক: সরকারি ছুটির সাথে মিলিয়ে গার্মেন্টস কর্মীদের ছুটি দেয়া হবে। তবে তারা যেন কর্মস্থল ত্যাগ না করে সে জন্য আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন।

বৃহস্পতিবার দুপুরে এক ব্রিফিংয়ে তিনি এসব জানান। এদিকে ঈদুল আজহার ছুটির সময় সরকারি কর্মকর্তা-কর্মচারিদের কর্মস্থলে থাকতে হবে। তারা কর্মস্থল ত্যাগ করতে পারবেন না বলে জানানো হয়।

সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে ওই সিদ্ধান্ত গৃহীত হয়। প্রধানমন্ত্রী গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত বৈঠকে যোগ দেন। পরে বিকেলে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বৈঠকের বিষয়ে সাংবাদিকদের অবহিত করেন।

Loading

পোষ্টটি প্রয়োজনীয় মনে হলে শেয়ার করতে পারেন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!