এপেক্স ফুডসের শেয়ারদর বেড়েছে ৩৯ দশমিক ৭৯ শতাংশ

এপেক্স ফুডসের শেয়ারদর বেড়েছে ৩৯ দশমিক ৭৯ শতাংশ

নিজস্ব প্রতিবেদকঃ

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) খাদ্য ও আনুষঙ্গিক খাতের কোম্পানি এপেক্স ফুডস লিমিটেড গত সপ্তাহে দর বৃদ্ধির তালিকায় শীর্ষে উঠে এসেছে। আলোচিত সময়ে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ৩৯ দশমিক ৭৯ শতাংশ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্রমতে, গত সপ্তাহে কোম্পানিটির প্রতিদিন গড় লেনদেন হয়েছে ১৩ কোটি ৮১ লাখ ৩৬ হাজার টাকার শেয়ার। সপ্তাহ শেষে মোট লেনদেনের পরিমাণ দাঁড়ায় ৫৫ কোটি ২৫ লাখ ৪৪ হাজার টাকা।

এদিকে সর্বশেষ কার্যদিবসে ডিএসইতে শেয়ারদর ৮ দশমিক ৭৩ শতাংশ বা ৩১ টাকা ৬০ পয়সা বেড়ে প্রতিটি সর্বশেষ ৩৯৩ টাকা ৫০ পয়সায় হাতবদল হয়, যার সমাপনী দরও ছিল একই। দিনভর শেয়ারদর ৩৬০ টাকা ১০ পয়সা থেকে ৩৯৩ টাকা ৫০ পয়সার মধ্যে ওঠানামা করে। দিনজুড়ে ৪ লাখ ৬০ হাজার ২৭৬টি শেয়ার মোট ৩ হাজার ২৮৬ বার হাতবদল হয়, যার বাজারদর ১৭ কোটি ৫৫ লাখ টাকা। গত এক বছরের মধ্যে কোম্পানিটির শেয়ারদর ১৬৫ টাকা ৪০ পয়সা থেকে ৩৯৩ টাকা ৫০ পয়সার মধ্যে ওঠানামা করে।

কোম্পানিটির পরিচালনা পর্ষদ ৩০ জুন, ২০২২ সমাপ্ত হিসাববছরের আর্থিক প্রতিবেদন বিশ্লেষণ করে বিনিয়োগকারীদের জন্য ২০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে। আলোচিত সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৫ টাকা ১৪ পয়সা। ৩০ জুন, ২০২২ শেয়ারপ্রতি নেট সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১২৬ টাকা ১৮ পয়সা। এর আগে কোম্পানিটির পরিচালনা পর্ষদ ৩০ জুন, ২০২১ সমাপ্ত হিসাববছরের আর্থিক প্রতিবেদন বিশ্লেষণ করে বিনিয়োগকারীদের জন্য ২০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে। আলোচিত সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৭ পয়সা। ৩০ জুন, ২০২১ শেয়ারপ্রতি নেট সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১১৯ টাকা ৩৯ পয়সা।

কোম্পানিটি ১৯৮১ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়ে বর্তমানে ‘এ’ ক্যাটেগরিতে অবস্থান করছে। ১৫ কোটি টাকা অনুমোদিত মূলধনের বিপরীতে পরিশোধিত মূলধন ৫ কোটি ৭০ লাখ টাকা। কোম্পানির রিজার্ভের পরিমাণ ৪৩ কোটি ২৬ লাখ টাকা। কোম্পানিটির মোট ৫৭ লাখ ২ হাজার ৪০০ শেয়ার রয়েছে। ডিএসইর সর্বশেষ তথ্যমতে, কোম্পানির মোট শেয়ারের মধ্যে উদ্যোক্তা ও পরিচালকদের কাছে ৩৬ দশমিক ০৬ শতাংশ, প্রাতিষ্ঠানিক ৭ দশমিক ৫৩ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীর কাছে বাকি ৫৬ দশমিক ৪১ শতাংশ শেয়ার রয়েছে।

তালিকার দ্বিতীয় স্থানে থাকা হাইডেলবার্গ সিমেন্ট বাংলাদেশ লিমিটেডের শেয়ারদর বেড়েছে ৩৮ দশমিক ৩৬ শতাংশ। গত সপ্তাহে কোম্পানিটির প্রতিদিন গড় লেনদেন হয়েছে ৩ কোটি ২৪ লাখ ৯১ হাজার টাকার শেয়ার। সপ্তাহ শেষে মোট লেনদেনের পরিমাণ দাঁড়ায় ১২ কোটি ৯৯ লাখ ৬৪ হাজার টাকা।

এর পরের অবস্থানগুলোয় থাকা যথাক্রমে সোনালী আঁশ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শেয়ারদর বেড়েছে ২১ দশমিক ৫৪ শতাংশ। গত সপ্তাহে কোম্পানিটির প্রতিদিন গড় লেনদেন হয়েছে ১১ কোটি ৪৩ লাখ ২৭ হাজার ৭৫০ টাকার শেয়ার। সপ্তাহ শেষে মোট লেনদেনের পরিমাণ দাঁড়ায় ৪৫ কোটি ৭৩ লাখ ১১ হাজার টাকা। কোহিনুর কেমিক্যালস কোম্পানি লিমিটেডের শেয়ারদর বেড়েছে ১৮ দশমিক ১৫ শতাংশ। গত সপ্তাহে কোম্পানিটির প্রতিদিন গড় লেনদেন হয়েছে ৬ কোটি ৩১ লাখ ৪৯ হাজার টাকার শেয়ার। সপ্তাহ শেষে মোট লেনদেনের পরিমাণ দাঁড়ায় ২৫ কোটি ২৫ লাখ ৯৬ হাজার টাকা।

পঞ্চম অবস্থানে থাকা বাংলাদেশ মনোস্পুল পেপার ম্যানুফ্যাকচারিং লিমিটেডের ১৫ দশমিক ৭৪ শতাংশ বেড়েছে। গত সপ্তাহে কোম্পানিটির প্রতিদিন গড় লেনদেন হয়েছে ১০ কোটি ৬১ লাখ ৪২ হাজার ৫০০ টাকার শেয়ার। সপ্তাহ শেষে মোট লেনদেনের পরিমাণ দাঁড়ায় ৪২ কোটি ৪৫ লাখ ৭০ হাজার টাকা। ন্যাশনাল ফিড মিল লিমিটেডের ১৫ দশমিক ৫৭ শতাংশ শেয়ারদর বেড়েছে, গত সপ্তাহে কোম্পানিটির প্রতিদিন গড় লেনদেন হয়েছে ৬ কোটি ১৬ লাখ ৬৮ হাজার টাকার শেয়ার। সপ্তাহ শেষে মোট লেনদেনের পরিমাণ দাঁড়ায় ২৪ কোটি ৬৬ লাখ ৭২ হাজার টাকা।

বিচ হ্যাচারি লিমিটেডের ১৪ দশমিক ২৫ শতাংশ, গত সপ্তাহে কোম্পানিটির প্রতিদিন গড় লেনদেন হয়েছে ৭ কোটি ৫২ লাখ ৫৮ হাজার ৫০০ টাকার শেয়ার। সপ্তাহ শেষে মোট লেনদেনের পরিমাণ দাঁড়ায় ৩০ কোটি ১০ লাখ ৩৪ হাজার টাকা।

আইটি কনসালট্যান্টস লিমিটেডের ১১ দশমিক ৬৩ শতাংশ, পেপার প্রসেসিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেডের ১১ দশমিক ৫৯ শতাংশ এবং প্রিমিয়ার সিমেন্ট মিলস লিমিটেডের ১১ দশমিক ৫০ শতাংশ শেয়ারদর বেড়েছে।

Loading

পোষ্টটি প্রয়োজনীয় মনে হলে শেয়ার করতে পারেন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!