ওমরাহ পালন জাতীয় দলের ফুটবলাররা

ওমরাহ পালন জাতীয় দলের ফুটবলাররা

নিউজ ডেস্কঃ

সৌদি আরবে কন্ডিশনিং ক্যাম্প করছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। সেখানে অনুশীলনের পাশাপাশি দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে তারা।

প্রথম মাচে ওহুদ মদিনা এফসির বিপক্ষে ড্র করেছে ১-১ গোলে।  দ্বিতীয় ম্যাচে মালাউই জাতীয় ফুটবল দলের বিপক্ষে খেলবে বাংলাদেশ। সেই ফাঁকে আজ ওমরাহ করতে মদিনা থেকে মক্কা গেছে বাংলাদেশ ফুটবল দল এবং কর্মকর্তারা।

২০ জন খেলোয়াড়ের সঙ্গে ৫ কর্মকর্তা ওমরাহ পালন করবেন। ওমরাহ পালনে মক্কা যাওয়ার কথা নিশ্চিত করেছেন বাংলাদেশ দলের ম্যানেজার ইকবাল হোসেন।

সংবাদমাধ্যমকে তিনি বলেছেন, ‘আজ আমরা ওমরাহ করতে মদিনা থেকে মক্কাতে রওনা দিয়েছি। গতকালকে একটা প্রস্তুতি ম্যাচ খেলেছি আমরা। আজ কোনও অনুশীলন সেশন নেই। সৌদি ফুটবল ফেডারেশনকে আমরা অনুরোধ করেছিলাম ওমরাহ করার সুযোগ করে দেওয়ার জন্য। সব খেলোয়াড়দের বাড়তি অনুপ্রেরণার জন্য মক্কার উদ্দেশে রওনা দিয়েছি। আল্লাহ যেন আমাদের ওমরাহ কবুল করে নেন। ’

আগামীকাল সোমবার থেকে আবারও অনুশীলন করবে বাংলাদেশ দল। ১৫ মার্চ দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে আফ্রিকার দল মালাবির সঙ্গে খেলার কথা রয়েছে। ১৭ মার্চ দেশে ফিরে সিলেট রওনা হবে সবাই। সেখানে তিন জাতি টুর্নামেন্টে অংশ নেবে বাংলাদেশ। টুর্নামেন্টে অন্য দুটি হলো সেশেলস ও ব্রুনাই।

Loading

পোষ্টটি প্রয়োজনীয় মনে হলে শেয়ার করতে পারেন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!