নিজস্ব প্রতিবেদক: করোনাভাইরাসে সংক্রমিত রোগীদের চিকিৎসার ক্ষেত্রে একেবারে সম্মুখযোদ্ধার দায়িত্বে রয়েছেন চিকিৎসকেরা। অন্যের জীবন বাঁচাতে নিজের সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করে যাচ্ছেন তাঁরা। করোনা রোগীদের চিকিৎসাসেবা দিতে গিয়ে তাঁরাও সংক্রমিত হচ্ছেন, মৃত্যুর ঘটনাও বাড়ছে।
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে আরও তিন চিকিৎসকের মৃত্যু হয়েছে। এর মধ্যে গতকাল মঙ্গলবার ভোরে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক পরিচালক এ কে এম মুজিবুর রহমান। এর আগে গত সোমবার মারা যান আরও দুই চিকিৎসক। গত এক সপ্তাহে ১০ চিকিৎসকের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে দুজন নারী চিকিৎসক।
বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) তথ্য অনুযায়ী, গতকাল পর্যন্ত ৩৮ চিকিৎসক করোনাভাইরাসে সংক্রমিত হয়ে বা করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন। এর মধ্যে করোনায় সংক্রমিত হয়ে মৃত্যু হয়েছে ৩৩ জনের। আর করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন পাঁচজন।
বিএমএর দপ্তর সম্পাদক শেখ শহীদ উল্লাহ জানান, গতকাল পর্যন্ত সারা দেশে ১ হাজার ৩১ জন চিকিৎসক, ৮৮৪ জন নার্স এবং ১ হাজার ৩৫২ জন অন্যান্য স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত হয়েছেন।