নিজস্ব প্রতিবেদক: বাগেরহাট সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান জনাব সরদার নাসির উদ্দিন এর একের পর এক ব্যতিক্রমী ও জনকল্যাণমূলক কাজ করে যাচ্ছেন। সমগ্র পৃথিবীর ন্যায় বাংলাদেশও যখন করোনা মহামারী সংকট অতিক্রম করছে সেই সময়ে নিজ উপজেলার জনগণের জন্য নিরলস কাজ করে যাচ্ছেন সরদার নাসির উদ্দিন।
বাগেরহাট সদর উপজেলা পরিষদের সৌজন্যে সরদার নাসির উদ্দিন এবং সদর উপজেলা নির্বাহী অফিসার জনাব মুহাম্মদ মুছাব্বিরুল ইসলাম রাষ্ট্রের এই ক্রান্তিকালে জীবনের ঝুঁকি নিয়ে যারা নিজ নিজ দায়িত্ব পালন করে যাচ্ছেন সেই সকল করোনা যোদ্ধা তথা বাগেরহাট জেলার চিকিৎসাসেবা সংশ্লিষ্ট সকল ডাক্তার, নার্স, কর্মকর্তা-কর্মচারী, সকল জনপ্রতিনিধি, প্রশাসনের দায়িত্ব পালনকারী সকল কর্মকর্তা-কর্মচারী, স্বেচ্ছাসেবী সংগঠন, সাংবাদিক, সরকারী বেসরকারী সকল পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের স্বাস্থ্যবিধি মেনে উৎসাহ প্রদান ও সম্মান প্রদর্শন এর আয়োজন করেন যা সর্বমহলে প্রশংসিত হয়েছে।
এ বিষয়ে বাগেরহাট সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান জনাব সরদার নাসির উদ্দিন অর্থ আদালতকে বলেন “মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে এবং বাগেরহাট ২ আসনের সুযোগ্য সংসদ সদস্য জনতার এমপি জনাব শেখ তন্ময় এর প্রত্যক্ষ তত্ত্বাবধানে করোনা সংকটে সাধারণ মানুষের পাশে আমরা সকলে দিন-রাত কাজ করে যাচ্ছি, ইনশাআল্লাহ্ আমরা এই করোনা যুদ্ধে জয়ী হব”
উক্ত উৎসাহ প্রদান ও সম্মান প্রদর্শন এ উপস্থিত ছিলেন বাগেরহাট সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান জনাব সরদার নাসির উদ্দিন, সদর উপজেলা নির্বাহী অফিসার জনাব মুহাম্মদ মুছাব্বিরুল ইসলাম, সদর উপজেলার দশটি ইউনিয়নে স্ব-স্ব চেয়ারম্যানগণ এবং উপজেলার ১৭টি দফতরের কর্মকর্তাগণ।