কানাডায় ঈদ উপলক্ষে উন্মোচিত স্মারক ডাকটিকিট

কানাডায় ঈদ উপলক্ষে উন্মোচিত স্মারক ডাকটিকিট

নিউজ ডেস্কঃ
মুসলিমদের প্রধান দুই ধর্মীয় উৎসব ঈদুল ফিতর ও ঈদুল আজহা উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন করেছে কানাডার ডাক বিভাগ। গত ৩ এপ্রিল প্রকাশিত ডাকটিকিটে রয়্যাল অন্টারিও মিউজিয়ামে সংরক্ষিত সাত শ বছরের পুরনো সিরামিক বাটির ছবি রয়েছে। এতে বড় আকারে আরবিতে ‘ঈদ মোবারক’- অর্থাৎ আপনার ঈদ আনন্দময় হোক লেখা রয়েছে।কানাডার ডাক বিভাগের বিবরণ থেকে জানা যায়, সাত শ বছরের পুরনো বাটির সঙ্গে ঈদুল ফিতরের উৎসবের বিশেষ সংযোগ রয়েছে। পবিত্র রমজান মাসের ৩০ দিন ইসলামের অবশ্য পালনীয় বিধান রোজার পর ঈদ উৎসব উদযাপন করা হয়। হাতে তৈরি বাটিটি ১৩২৯ সালে ইরানে শক্ত পাথরের পেস্ট দিয়ে তৈরি করা হয়েছিল। মধ্যপ্রাচ্যের মৃৎশিল্পীরা স্থল ফটিক, কাচ ও কাদামাটির মিশ্রণ থেকে সেই শক্ত পাথরের উপাদান উদ্ভাবন করে। মনে করা হয়, বাটিটি ইফতারের সময় খেজুর, স্যুপ ও অন্যান্য খাবার পরিবেশনে ব্যবহৃত হতো। বাটির গায়ে জ্যামিতিক নকশায় নীল, বেগুনি ও কালো রঙের নানা ফুলের চিত্র আঁকা হয়। বাটির ভেতরে গ্রহীতার কল্যাণ কামনা করে একটি ফার্সি কবিতা খোদাই রয়েছে।
কানাডার জনসাধারণের বৈচিত্র্যময় সংস্কৃতি উদযাপন করতে প্রতিবছর ঈদ, দিওয়ালি, হানুক্কা ও ক্রিসমাস উপলক্ষে ডাকটিকিট অবমুক্ত করা হয়। সাংস্কৃতিক উদযাপনের অংশ হিসেবে পঞ্চমবারের মতো আসন্ন ঈদ উপলক্ষে ডাকটিকিটটি উন্মোচিত হয়। এর আগে ২০১৭, ২০২০, ২০২১ ও ২০২২ সালেও এমন আয়োজন ছিল।

Loading

পোষ্টটি প্রয়োজনীয় মনে হলে শেয়ার করতে পারেন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!