নিজস্ব প্রতিবেদক: সরাসরি নিয়ােগযােগ্য ১৮টি শূন্যপদে নিয়ােগ কার্যক্রম নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করতে না পারায় কাস্টমস গােয়েন্দা ও তদন্ত অধিদপ্তরকে আরও এক বছর সময় বাড়িয়ে দেয়া হয়েছে।
সম্প্রতি অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ এ সংক্রান্ত একটি চিঠি ঢাকা কাস্টমস গােয়েন্দা ও তদন্ত অধিদফতরের কমিশনারের নিকট পাঠিয়েছে। অর্থ মন্ত্রণালয় সূত্রে এসব তথ্য জানা গেছে।
চিঠিতে বলা হয়, কাস্টমস গােয়েন্দা ও তদন্ত অধিদফতর এর গ্রেড-১৪ হতে গ্রেড-১৭ পর্যন্ত (পূর্বতন-৩য় ও ৪র্থ শ্রেণি) বিভিন্ন ক্যাটাগরির সরাসরি নিয়ােগযােগ্য ১৮টি শূন্যপদে নিয়ােগ কার্যক্রম নির্ধারিত সময়ে সম্পন্ন করতে পারেনি। তাই এসব শূন্য পদে নিয়োগ কার্যক্রম সম্পন্ন করার জন্য ছাড়পত্রের মেয়াদ ২০২০ সালের ১৩ মে থেকে বাড়িয়ে ২০২১ সালের ১২ মে পর্যন্ত করা হলো।