নিজস্ব প্রতিবেদকঃ
ক্যাটরিনা ও ভিকি কৌশল ২০২১ সালের ডিসেম্বরে রাজস্থানে সাতশ বছরের পুরোনো এক রাজপ্রাসাদে বিয়ে করেন। দুই বছর অতিবাহিত হতে চলেছে তাদের বিবাহিত জীবন। এর মধ্যে ক্যাটরিনার মা হওয়ার ‘গুজব’ বেরিয়েছে কয়েকবার। এবার ক্যাটের বান্ধবীরা জানালেন তার পরিকল্পনার কথা। খবর টাইমস অব ইন্ডিয়ার।
প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি সালমান খানের ‘ঈদ পার্টি’ এবং মুম্বাই বিমানবন্দরে কিছুটা ঢোলা পোশাকে দেখা যায় ক্যাটরিনাকে। এসব ছবি দেখার পর সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীরা তাকে নিয়ে নানা ধরনের মন্তব্য করেন।
তাতে ক্যাটরিনার ‘অন্তঃসত্ত্বা’ হওয়ার গুঞ্জন ছড়ায়। এ ধরনের গুঞ্জনের মধ্যে ক্যাটরিনার ঘনিষ্ঠ বান্ধবীরা জানিয়েছেন, যে কয়টি সিনেমার কাজ হাতে আছে, সেসব না সেরে পরিবার বড় করার কথা ভাবছেন না ক্যাট।
ক্যাটরিনা বলেন, এখন হাতে যেসব ছবি আছে, সেসবের শুটিংয়ের পরই আমরা সন্তান নিয়ে পরিকল্পনা করতে চাই। নির্মাতা শ্রীরাম রাঘবনের সিনেমা ‘মেরি ক্রিসমাস’ ও পরিচালক ফারহান আখতারের সিনেমা ‘জি লে জারা’ ছবির পরই এ ব্যাপারে পরিকল্পনা করব।
এছাড়া আগামীতে ‘যশরাজ ফিল্মসের’ প্রযোজনায় ‘টাইগার থ্রি’ সিনেমায় পর্দায় আসছেন ক্যাটরিনা। অ্যাকশন ধাঁচের ওই সিনেমায় তার নায়ক সালমান খান।