ক্রেমলিন ড্রোন হামলা পুতিন হত্যা চেষ্টা

ক্রেমলিন ড্রোন হামলা পুতিন হত্যা চেষ্টা

নিজস্ব প্রতিবেদকঃ

রুশ প্রেসিডেন্টের কার্যালয় ক্রেমলিনে দুটি ড্রোন দিয়ে হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে রাশিয়া। দেশটির দাবি, প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে হত্যাচেষ্টার উদ্দেশ্যে ইউক্রেন এ হামলা করেছে।

পুতিনের বাসভবন ক্রেমলিন দুর্গে বুধবার ইউক্রেনের দুটি ড্রোন এ হামলা চালায়। তবে মস্কোর প্রতিরক্ষা ব্যবস্থা ড্রোন দুটিকে নিষ্ক্রিয় করে ফেলেছে বলে জানিয়েছে ক্রেমলিন।  খবর বিবিসি।

ক্রেমলিন আরও জানিয়েছে, রাশিয়ার এখন এ হামলার জবাব দেওয়ার অধিকার রয়েছে। ধারণা করা হচ্ছে, এ সূত্র ধরেই রাশিয়া এবার ইউক্রেনে ড্রোন হামলা করবে; যা ১৪ মাস ধরে চলা এ যুদ্ধকে আরও দীর্ঘায়িত করবে।

এদিকে ক্রেমলিনের এ দাবির বিষয়ে ইউক্রেন বলেছে, মস্কোর দাবি করা ড্রোন হামলার বিষয়ে কিয়েভের বলার কিছুই নেই। তারা এ সঙ্গে জড়িত না।

হামলার বিষয়ে ক্রেমলিন এক বিবৃতিতে দাবি করে, চালকবিহীন দুটি উড়োজাহাজ ক্রেমলিনের দিকে আসছিল। তবে মস্কোর রাডারে বিষয়টি ধরা পড়ার সঙ্গে সঙ্গেই সেনাবাহিনী ও ড্রোন নিষ্ক্রিয় বিশেষ বাহিনী ড্রোন দুটি নিষ্ক্রিয় করে ফেলেন। পুতিনকে হত্যার উদ্দেশ্য এ ধরনের হামলা পূর্বপরিকল্পিত সন্ত্রাসী হামলা।

রাশিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম আরআইএ বলেছেন, বুধবার এ হামলার সময় পুতিন ক্রেমলিনে ছিলেন না। তিনি মস্কোর বাইরে বাসভবন নোভো ওগারিয়োভোতে কাজে ব্যস্ত ছিলেন।

আলজাজিরা জানিয়েছে, মস্কো অভিযোগ করেছে যে, প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে হত্যার লক্ষ্যে ইউক্রেন রাতের বেলা ক্রেমলিনে ড্রোন হামলা চালানোর চেষ্টা করেছে।

খবরে বলা হয়েছে, বুধবার ক্রেমলিনের পক্ষ থেকে এ অভিযোগ করা হয়েছে। পাশাপাশি বেশ কয়েকটি রাশিয়ান সংবাদ সংস্থার প্রতিবেদনেও এমন দাবি করা হয়েছে।

রাশিয়ার কর্মকর্তারা জানিয়েছেন, পুতিন আহত হননি এবং ক্রেমলিনের ভবনের কোনো বস্তুগত ক্ষতি হয়নি।

ক্রেমলিন সতর্ক করে বলেছে, রাশিয়া এক্ষেত্রে প্রতিশোধ নেওয়ার অধিকার রাখে। এটিকে ‘সন্ত্রাসী’ হামলা হিসেবেও দেখছে রুশ প্রশাসন।

এদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বাসভবনে হামলায় ব্যবহৃত একটি ড্রোন বিস্ফোরণের মুহূর্তের ভিডিও প্রকাশ করেছে দেশটির সংবাদমাধ্যম আরটি। তবে ভিডিও ফুটেজটির সত্যতা যাচাই করা যায়নি বলে জানিয়েছে রুশ এই সংবাদমাধ্যম।

ভিডিওতে দেখা যায়, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বাসভবন ক্রেমলিনের ওপর একটি বস্তু উড়ে গিয়ে আঘাত করছে। সঙ্গে সঙ্গে সেখানে আগুনের ফুলকি দেখা যায়।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ৯ সেকেন্ডের ভিডিওটি প্রকাশ করে আরটি লিখেছে, সন্ত্রাসী হামলায় ক্রেমলিনের ওপর মনুষ্যবিহীন যান বিস্ফোরণের মুহূর্ত।

হামলার মুহূর্তটি ক্রেমলিনের ক্যামেরায় ধরা পড়েছে বলে জানিয়েছে পুতিনের কার্যালয়। মস্কো এই ঘটনাকে সন্ত্রাসী কর্মকাণ্ড বলে মনে করছে।

Loading

পোষ্টটি প্রয়োজনীয় মনে হলে শেয়ার করতে পারেন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!