নিজস্ব প্রতিবেদকঃ
খাগড়াছড়ির পাঁচ উপজেলায় ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) ডাকা আধাবেলার সড়ক অবরোধ চলছে। বন্ধ রয়েছে ঢাকা ও চট্টগ্রামের সঙ্গে যান চলাচল। অবরোধ চলবে বেলা ১২টা পর্যন্ত।
মানিকছড়িতে ইউপিডিএফ সদস্য হ্লাচিং মং মারমা (উষা) হত্যার প্রতিবাদে এবং খুনীদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে ভোর সাড়ে ৫টা থেকে এই সড়ক অবরোধ কর্মসূচি পালন করছে ইউপিডিএফ।
খাগড়াছড়ির মাটিরাঙ্গা, গুইমারা, মানিকছড়ি, রামগড় ও লক্ষ্মীছড়িতে চলা অবরোধে সংঘাত এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে ।
এখনো কোথাও সংঘাতের খবর পাওয়া যায়নি। তবে খাগড়াছড়ি-রামগড় সড়ক ও খাগড়াছড়ি-মানিকছড়ি সড়কে টায়ার জ্বালিয়েছে ইউপিডিএফের কর্মীরা।
এর মধ্যেই ভোরে পুলিশি পাহারায় ঢাকা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাস ও ট্রাক খাগড়াছড়িতে পৌঁছায়। খাগড়াছড়ি-রামগড় সড়কেও আগুন জ্বালিয়ে বাধা তৈরি করে ইউপিডিএফ সদস্যরা।
গুইমারা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মনির হোসেন জানান, ”সকাল থেকে আমরা সর্তক অবস্থানে আছি। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে টহল দিচ্ছি।ঢাকা থেকে ছেড়ে আসা গাড়িগুলো পুলিশি পাহারায় নিরাপদে পৌঁছে দেওয়া হচ্ছে।”
সংবাদপত্র ও পত্রিকাবাহী যানবাহন, অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিসের গাড়ি এবং গ্যাস, বিদ্যুৎ ও টেলিফোনের জরুরি কাজে নিয়োজিত যানবাহন অবরোধের আওতামুক্ত থাকবে বলে জানিয়েছেন ইউপিডিএফ। শনিবার রাতে মানিকছড়ির যোগ্যছলা এলাকায় গণপিটুনিতে মারা যায় ইউপিডিএফ সদস্য হ্লাচিং মং মারমা (উষা)।