নিউজ ডেস্কঃ
দিনাজপুরের ঘোড়াঘাটে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ১৩৫ বোতল ফেনসিডিলসহ মুন্না বিহারী (৪০) ও তার স্ত্রী শাপলা আক্তার সৃষ্টি (৩৫) কে আটক করেছে পুলিশ। শনিবার (১ মে) সকালে ঘোড়াঘাটের বলাহার বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটক মুন্না বিহারী জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার ভীমপুর এলাকার লিয়াকত আলীর ছেলে এবং তার স্ত্রী কথিত সাংবাদিক শাপলা আক্তার সৃষ্টি ।
পুলিশ সুত্রে জানা যায়, মোটরসাইকেলে করে মাদক পাচার করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি টিম আজ সকালে বলাহার বাজারে অবস্থান নেয়। এ সময় হিলি থেকে মোটরসাইকেলে বগুড়া যাওয়ার পথে বলাহার বাজারে মোটরসাইকেলটিকে পুলিশ সদস্যরা থামার জন্য সংকেত দেন। পরে তারা পুলিশের সংকেত অমান্য করে মোটরসাইকেলটি নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় পুলিশ সদস্যরা ধাওয়া করে তাদের আটক করে। তাদের কাছ থেকে ব্যাগে মোড়ানো অবস্থায় ১৩৫ বোতল ফেনসিডিল জব্দ করা হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে দিনাজপুর আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।