চকরিয়ায় সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হত্যার হুমকি

চকরিয়ায় সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হত্যার হুমকি

নিজস্ব প্রতিবেদকঃ

সংবাদ প্রকাশের জের ধরে দৈনিক যুগান্তরের কক্সবাজারের চকরিয়া উপজেলা প্রতিনিধি আবুল মনসুর মো. মহসিনকে গুলি করে হত্যার হুমকির অভিযোগ উঠেছে। একইভাবে তার স্ত্রীকেও হুমকি দিয়ে মেসেজ দেওয়া হয়।

হুমকিদাতাকে দ্রুত আইনের আওয়াতায় আনার দাবি জানিয়েছেন উপজেলায় কর্মরত সাংবাদিকরা।হুমকিদাতা  ইয়ার রহমান উপজেলার পূর্ব বড় ভেওলা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড নয়াপাড়ার  মো. আমিনের ছেলে। মনসুর মহসিন দৈনিক যুগান্তরের চকরিয়া প্রতিনিধি ও উপজেলা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক।

অভিযোগে জানা যায়, গত ২১ ফেব্রুয়ারি চকরিয়ায় জাকের হোসেন হত্যা মামলার আসামি নূর মোহাম্মদ মানিক গ্রেফতার হয়। পর দিন এ সংক্রান্ত একটি সংবাদ ছাপানো হয়। সংবাদ প্রকাশের জের ধরে নূর মোহাম্মদ মানিকের মেয়ের জামাই ইয়ার রহমান, মনসুর মহসিনকে পাঠানো ভয়েজ রেকর্ডে শোনা যায় “আল্লাহর কসম তুই সামনে পড়লে তোকে গুলি করে হত্যা করব”—এ ধরনের আরও হুমকি প্রদান করেন।

এ ঘটনায় জীবনের নিরাপত্তা চেয়ে থানায় জিডি করেন সাংবাদিক মহসিন। জিডিতে ইয়ার রহমান ও তার শ্বশুর লক্ষ্যারচর ইউনিয়ন বিএনপির সভাপতি নূর মোহাম্মদ মানিককে বিবাদী করা হয়।

একইভাবে ইয়ার রহমানের শ্বাশুড়ি রুনা আক্তার তার নিজস্ব ফেসবুক থেকে চকরিয়া হস্তশিল্প ও দেশীয় পণ্য উৎপাদনমুখী সমবায় সমিতির ফেসবুক পেজে সমিতির সভাপতি শারমিন জান্নাত ফেন্সি ও তার স্বামী মনসুর মহসিনকে উদ্দেশ্য করে বিশ্রি ভাষায় কমেন্ট করে। এ ঘটনায় ফেন্সি বাদী হয়ে রুনা আক্তারের বিরুদ্ধে থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

চকরিয়া থানার ওসি চন্দন কুমার চক্রবর্তী বলেন, হুমকির বিষয়ে পৃথক দুটি সাধারণ ডায়েরি রুজু হয়েছে। তদন্তপূর্বক বিবাদীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে চকরিয়া উপজেলা প্রেসক্লাবের যুগ্ন সাধারণ সম্পাদক আবুল মনসুর মো. মহসিনকে হত্যার হুমকির ঘটনার তীব্র প্রতিবাদ ও সংশ্লিষ্টদের আইনের আওতায় আনার দাবি জানান সভাপতি ইবনে আমিন ও সাধারণ সম্পাদক ছোটন কান্ত নাথ।

Loading

পোষ্টটি প্রয়োজনীয় মনে হলে শেয়ার করতে পারেন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!