চট্টগ্রামে ইংরেজি প্রথমপত্র পরীক্ষায় বহিষ্কার ৩

চট্টগ্রামে ইংরেজি প্রথমপত্র পরীক্ষায় বহিষ্কার ৩

নিজস্ব প্রতিবেদকঃ

চলমান এসএসসি পরীক্ষার তৃতীয় দিন বুধবার (৩ মে) ইংরেজি প্রথম পত্র পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে চট্টগ্রামে তিন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

জানা যায়, চলতি ২০২৩ সালের এসএসসি পরীক্ষায় চট্টগ্রাম শিক্ষাবোর্ডের অধীনে ১ হাজার ১০৭টি প্রতিষ্ঠানের ১ লাখ ৫৪ হাজার ৭৬৯ পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছেন। ইংরেজি প্রথম পত্রে পরীক্ষার্থী ছিলেন ১ লাখ ৪৯ হাজার ৫৮৯ জন। এরমধ্যে উপস্থিত ১ লাখ ৪৭ হাজার ৬৬৪ জন এবং অনুপস্থিত ছিলেন ১ হাজার ৯২৫ জন পরীক্ষার্থী।

চট্টগ্রাম শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক নারায়ণ চন্দ্র নাথ জাগো নিউজকে জানিয়েছেন, ইংরেজি প্রথম পত্র পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অভিযোগে তিন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। এরমধ্যে কক্সবাজারের পেকুয়া উপজেলার বারবাকিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়, মেহেরুন্নেছা উচ্চ বিদ্যালয় ও পেকুয়া জিএমসি ইনিস্টিটিউশনের একজন করে পরীক্ষার্থী রয়েছেন।

এদিকে এসএসসি পরীক্ষার তৃতীয় দিন বুধবার সারাদেশে ইংরেজি প্রথম পত্র পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে ৯টি সাধারণ শিক্ষাবোর্ডে মোট ৬৫ জন বহিষ্কার হয়েছেন। এরমধ্যে ৬১ জন পরীক্ষার্থী ও চারজন পরীক্ষক। এদিন পরীক্ষায় মোট অনুপস্থিত ছিলেন ১৮ হাজার ১৮১ জন পরীক্ষার্থী।

এর আগে গত ৩০ এপ্রিল এসএসসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ছিলেন সাড়ে ৩১ হাজার শিক্ষার্থী। ওইদিন বহিষ্কার হন ২০ জন। দ্বিতীয় দিনে অনুপস্থিত ৩২ হাজার ৩৫৬ জন এবং বহিষ্কার হন ৩৮ জন।

Loading

পোষ্টটি প্রয়োজনীয় মনে হলে শেয়ার করতে পারেন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!