চালু হচ্ছে ইরান-সৌদি সরাসরি ফ্লাইট

চালু হচ্ছে ইরান-সৌদি সরাসরি ফ্লাইট

নিজস্ব প্রতিবেদকঃ

কূটনীতিক সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠা করেছে ইরান ও সৌদি আরব। এবার দীর্ঘ সাত বছর পর দেশ দুটির মধ্যে সরাসরি বিমান ফ্লাইট চালু হতে যাচ্ছে। ইরানের বেসামরিক বিমান সংস্থা এ তথ্য জানিয়েছে।

এক বিবৃতিতে ইরানের বেসামরিক বিমান চলাচল সংস্থা জানিয়েছে, দ্বিপাক্ষিক সম্পর্ক পুনরুদ্ধারের জন্য গত শুক্রবার তেহরান ও রিয়াদের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হওয়ার পর এখন দুই দেশের মধ্যে ফ্লাইট পুনরায় চালু করার কাজ চলছে। উভয় সরকারের কাছ থেকে অনুমোদন পেলেই দীর্ঘদিন ধরে বন্ধ থাকা এসব ফ্লাইটগুলো চালু করা হবে।

সাত বছর দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক বিচ্ছিন্ন থাকার পর গত শুক্রবার চীনের মধ্যস্থতায় কূটনৈতিক সম্পর্ক পুনরায় প্রতিষ্ঠার জন্য একটি চুক্তি করে দুই দেশ। এরপর বিমান চলাচল প্রসঙ্গে দেশটির সিভিল এভিয়েশন অর্গানাইজেশন এ কথা বলে।

ইরানের বেসরকারি বিমান সংস্থার মুখপাত্র জাফার ইয়াজারলু মঙ্গলবার বলেছেন, সরকারি অনুমোদনের পরই ইরান এবং সৌদি আরবের মধ্যে যাত্রীবাহী ফ্লাইট চালু হবে। তার আগে এ নিয়ে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করা হবে।

বার্তা সংস্থা জানিয়েছে, ইরান ও সৌদি আরবের মধ্যে সম্প্রতি যে চুক্তি হয়েছে, তার অন্যতম একটি গুরুত্বপূর্ণ দিক হচ্ছে ইরানের পবিত্র মাশহাদ নগরী থেকে বিমানে করে হজযাত্রীদের সৌদি আরবে যাওয়ার ব্যবস্থা করা। এই লক্ষ্যেই সরাসরি ইরান-সৌদি ফ্লাইট চালু হতে যাচ্ছে।

Loading

পোষ্টটি প্রয়োজনীয় মনে হলে শেয়ার করতে পারেন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!