চালু হলো বাংলাদেশ জাতীয় যোগ্যতা কাঠামো

চালু হলো বাংলাদেশ জাতীয় যোগ্যতা কাঠামো

নিজস্ব প্রতিবেদকঃ

নাগরিকদের জ্ঞান, দক্ষতা ও সক্ষমতার উন্নয়ন, শ্রেণিবিন্যাস ও স্বীকৃতিকে সর্বসম্মতভাবে কয়েকটি আপেক্ষিক স্তরে সমন্বয় করতে চালু হলো বাংলাদেশ কোয়ালিফিকেশনস ফ্রেমওয়ার্ক (বিএনকিউএফ) বা বাংলাদেশ জাতীয় যোগ্যতা কাঠামো। এটি মূলত আন্তর্জাতিকভাবে স্বীকৃত একটি সমন্বিত দক্ষতার মানদণ্ড বা রূপরেখা।

গত রবিবার (১৩ মার্চ) রাজধানীর একটি হোটেলে বিএনকিউএফ– এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ এবং আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) এই অনুষ্ঠানের আয়োজন করে।

এ সময় শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সিনিয়র সচিব মো. কামাল হোসেন, প্রাথমিক ও গণশিক্ষা সচিব ফরিদ আহম্মাদ এবং আইএলও এর প্রতিনিধিসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

এসময় শিক্ষামন্ত্রী বলেন, ‘স্বীকৃত কোনও কাঠামো না থাকায় অনেকসময় দেশে-বিদেশে কর্মক্ষেত্র বা শিক্ষা প্রতিষ্ঠানে আমাদের দক্ষতা বা অভিজ্ঞতার সঠিকভাবে মূল্যায়ন হয় না। বৈশ্বিক মানের সঙ্গে ভারসাম্যের সীমাবদ্ধতা দূর করতে বাংলাদেশ সরকার বিষয়টি অনুধাবন করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছে।’

অনুষ্ঠানে জানানো হয়, এ কাঠামোর ১০টি স্তরে উচ্চশিক্ষা, সাধারণ, কারিগরি ও মাদ্রাসা শিক্ষার কার্যকর সমন্বয় ও আন্তসংযোগের ব্যবস্থাও রয়েছে। ফলে কেউ চাইলে একটি শিক্ষা ব্যবস্থা থেকে আরেকটিতে তার অর্জিত জ্ঞান ও দক্ষতাকে অক্ষুণ্ণ রেখেই স্থানান্তরিত হতে পারবে। এ ছাড়া এই কাঠামোটি আনুষ্ঠানিক শিক্ষা কার্যক্রমের বাইরে যেসব শিক্ষা তার স্বীকৃতি ও জীবনব্যাপী শিক্ষার সুযোগও নিশ্চিত করবে। যোগ্যতাভিত্তিক প্রশিক্ষণ, মূল্যায়ন, সনদায়নের পাশাপাশি পূর্ব অভিজ্ঞতা ও দক্ষতার স্বীকৃতি এবং যোগ্যতা কাঠামো অনুযায়ী স্থানান্তরের ব্যবস্থাও রয়েছে এতে।

Loading

পোষ্টটি প্রয়োজনীয় মনে হলে শেয়ার করতে পারেন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!