
শেয়ার বাজার, আইন, ভূমি ও শিক্ষা বিষয়ক পত্রিকা
নিজস্ব প্রতিবেদক: যাত্রীদের মধ্যে কোভিড-১৯ রোগী শনাক্ত হওয়ায় চায়না সাদার্ন এয়ারলাইন্সকে আগামী চার সপ্তাহ ঢাকা-গুয়াংঝু ফ্লাইট পরিচালনা বন্ধ রাখার নির্দেশ দিয়েছে চীন সরকার।
চীনের এই এয়ারলাইন্সটির একটি ফ্লাইট ঢাকা থেকে গত বৃহস্পতিবার গুয়াংজু পৌঁছনোর পর ১৭ জন কোভিড-১৯ রোগী ধরা পড়ার পর এই পদক্ষেপ নেওয়া হয়।
এই মহামারীতে বাংলাদেশের সঙ্গে অন্য সব দেশের বিমান চলাচল গত তিন মাস ধরে বন্ধ থাকলেও পরিস্থিতির উন্নতি হওয়ায় চীনের সঙ্গে ফ্লাইট চলছিল। ঢাকা থেকে ইউএস-বাংলা এয়ারলাইন্স ও চায়না সাদার্ন এয়ারলাইন্সই সপ্তাহে একটি করে ফ্লাইট পরিচালনা করে আসছিল।