নিজস্ব প্রতিবেদকঃ
চিকিৎসকদের সরকারি প্রতিষ্ঠানে বসেই ব্যক্তিগত রোগী দেখার সুযোগ দেওয়ার সিদ্ধান্তকে ‘গণবিরোধী’ বলে মন্তব্য করেছে জনস্বাস্থ্য সংগ্রাম পরিষদ।
সোমবার (২৩ জানুয়ারি) এক বিবৃতিতে এ কথা জানানো হয়েছে। এতে বলা হয়, এ সিদ্ধান্ত জনগণের ট্যাক্সের অর্থে প্রতিষ্ঠিত সরকারি হাসপাতালকে ক্রমান্বয়ে বেসরকারিকরণের গভীর চক্রান্ত। বিশ্বব্যাংক, আইএমএফের প্রেসক্রিপশন বাস্তবায়ন ও স্বাস্থ্য ব্যবসায়ীদের খেদমতে সরকার এ সিদ্ধান্ত নিয়েছে।
বিশিষ্ট চিকিৎসকরা বলেন, সরকারি হাসপাতালে বিনামূল্যে জনগণকে চিকিৎসাসেবা ব্যবস্থাকে খর্ব করে বর্তমান সরকার ইউজার ফি চালু করছে। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ফি দিয়ে বৈকালিক বিশেষজ্ঞ চিকিৎসকদের প্র্যাকটিস করতে দিয়েছে। সরকারের এ সিদ্ধান্ত দেশের শ্রমজীবী ও নিম্নবিত্তের মানুষের দুর্দশা বৃদ্ধি করবে।
‘ইনস্টিটিটিউশনাল প্র্যাকটিস’ নামে রাষ্ট্রীয় চিকিৎসাসেবা খাতকে ক্রমান্বয়ে বেসরকারিকরণ করার গণবিরোধী সিদ্ধান্তের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলতে জনদরদি চিকিৎসক ও স্বাস্থ্যসেবা কর্মীদের প্রতি আহ্বান জানান তাঁরা।