নিজস্ব প্রতিবেদকঃ
বীমা দাবি পরিশোধের ভিত্তিতে পপুলার লাইফ ইন্স্যুরেন্স কম্পানিকে পুরস্কৃত করেছে সরকার। গত বুধবার (১ মার্চ) বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত জাতীয় বীমা দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কম্পানিটির মুখ্য নির্বাহী কর্মকর্তা বিএম ইউসুফ আলীর হাতে পুরস্কার তুলে দেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব শেখ মোহাম্মদ সলীম উল্লাহ, বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যান মোহাম্মদ জয়নুল বারী, বাংলাদেশ ইনস্যুরেন্স এসোসিয়েশনের প্রেসিডেন্ট শেখ কবির হোসেন।
পপুলার লাইফ ইন্স্যুরেন্স ২৫ কোটি টাকার অনুমোদিত মূলধনের বিপরীতে ৩ কোটি টাকা পরিশোধিত মূলধন নিয়ে এর কার্যক্রম শুরু করেছে। পরবর্তীতে ২০১৭ সালের ৩১ ডিসেম্বর কম্পানিটির অনুমোদিত এবং পরিশোধিত মূলধন উভয়ই যথাক্রমে ৫শ’ কোটি এবং ৬০.৪৩ কোটি টাকায় উন্নীত করা হয়।