জাপানি ২ নাগরিকের ছিনতাইয়ে তরুণের স্বীকারোক্তি

জাপানি ২ নাগরিকের ছিনতাইয়ে তরুণের স্বীকারোক্তি

নিজস্ব প্রতিবেদকঃ

জাপানি দুই নাগরিকের কাছ থেকে ছিনতাইয়ের মামলায় আবু রাসেল প্রত্যয় নামে এক তরুণ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। গতকাল শনিবার ঢাকা মহানগর হাকিম মইনুল ইসলামের আদালতে তাঁর জবানবন্দি রেকর্ড করা হয়। পরে অন্য আসামি জিহাদুল ইসলাম মামুনসহ তাঁকে কারাগারে পাঠানো হয়।

জাপানি ওই দুই নাগরিক গত ২৪ এপ্রিল রাত সাড়ে ৮টার দিকে রায়েরবাজার বধ্যভূমি পরিদর্শনে গিয়ে ছিনতাইয়ের শিকার হন। দেশীয় অস্ত্র ঠেকিয়ে তাঁদের কাছ থেকে টাকা, আইফোন, ক্রেডিট কার্ডসহ বিভিন্ন সামগ্রী নিয়ে যায় ছিনতাইকারীরা।

এ ঘটনায় মোহাম্মদপুর থানায় মামলা হলে গত শুক্রবার চট্টগ্রামের সীতাকুণ্ড থেকে রাসেল ও মামুনকে গ্রেফতার করেছে পুলিশ। তাঁদের কাছ থেকে জাপানি এক নাগরিকের আইফোন, ৩০ হাজার ইয়েন, একটি পোর্টেবল হটস্পট ও একটি ব্লু-টুথ উদ্ধার করা হয়।

গতকাল শনিবার দুই আসামিকে আদালতে হাজির করা হলে রাসেল স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে রাজি হন। পরে আদালত তাঁর জবানবন্দি রেকর্ড করে দুই আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

Loading

পোষ্টটি প্রয়োজনীয় মনে হলে শেয়ার করতে পারেন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!