নিজস্ব প্রতিবেদকঃ
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) নিয়ম বহির্ভূতভাবে হলে অবস্থানকারী শিক্ষার্থীদের আগামী সাত দিনের মধ্যে হল ছাড়ার নির্দেশ দিয়েছে প্রশাসন। গত মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (চুক্তিভিত্তিক) রহিমা কানিজ স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
অফিস আদেশে বলা হয়- যেসব ছাত্র-ছাত্রী স্নাতকোত্তর পরীক্ষা শেষ করেও নিয়মবহির্ভূতভাবে হলে অবস্থান করছে তাদের আগামী ৭ দিনের মধ্যে হল ছাড়ার নির্দেশ দেওয়া হলো। ওই সময়ের মধ্যে হল না ছাড়লে সংশ্লিষ্ট ছাত্রছাত্রীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
অফিস আদেশ অমান্য করলে কী ধরনের ব্যবস্থা নেওয়া হবে- জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রভোস্ট কমিটির সভাপতি অধ্যাপক নাজমুল হাসান তালুকদার বলেন, অফিস আদেশটি রেজিস্ট্রার স্বাক্ষরিত। তাই এ বিষয়ে স্টেটমেন্ট চাইলে রেজিস্ট্রার মহোদয়কে জিজ্ঞেস করলেই ভালো হবে। তবে অফিস আদেশটি বাস্তবায়নে আমরা কাজ করে যাচ্ছি। বিশবিদ্যালয়ের নিয়মানুযায়ী চার বছরের অনার্স এবং এক বছরের মাস্টার্স, মোট পাঁচ বছর শিক্ষার্থীরা হলে থাকবে। এরপর আর হলে থাকার সুযোগ নেই।
তবে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (চুক্তিভিত্তিক) রহিমা কানিজ বলেন, এটা প্রভোস্ট কমিটির বিষয়। এ বিষয়ে আমি কিছু বলতে পারব না।
রোববার বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে গণরুম সংস্কৃতি উচ্ছেদ করে বৈধ শিক্ষার্থীদের আবাসনের ব্যবস্থা নিশ্চিত করাসহ তিন দফা দাবিতে প্রশাসনিক ভবন অবরোধ করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসনের শর্তসাপেক্ষে অবরোধ তুলে নেন তারা। শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে এ অফিস আদেশ জারি করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
এছাড়াও আবাসন সংকট নিরসনে তিনটি কমিটি গঠন করা হয়েছে। এর মধ্যে একটি কমিটি কেন্দ্রীয়ভাবে, আরেকটি ছেলেদের হলগুলোতে এবং অন্যটি মেয়েদের হলের আবাসন সংকট সমাধানে কাজ করবে।