কারাগার থেকে মুক্ত হয়ে দুধ দিয়ে গোসল করেছেন টাঙ্গাইল ঘাটাইলের সাগরদিঘী ইউপি চেয়ারম্যান হেকমত সিকদার। তিনি ইউনিয়ন পরিষদ নির্বাচনে সহিংসতায় নিহত বিএনপি নেতা আব্দুল মালেক হত্যা মামলায় কারাগারে ছিলেন।
গতকাল (২৪ জানুয়ারি) দুপুরে কারাগার থেকে মুক্ত হয়ে সাগরদিঘীতে তার গ্রামের বাড়িতে দুধ দিয়ে গোসল করেন।
এর আগে চেয়ারম্যান হেকমত সিকদার তার লোকজন নিয়ে সাগরদিঘী বাজারে আনন্দ মিছিল করেছিলেন।
সাগরদিঘী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হেকমত সিকদার বলেন, আমার পরিবারের কেউ জেল খাটেনি। আমিই প্রথম কারাগারে থেকেছি। তাই বাড়িতে আসার পর পরিবারের লোকজন দুধ দিয়ে গোসল করে পবিত্র হতে বলেন।
উল্লেখ্য, ২০১৮ সালে সাগরদিঘী ইউনিয়ন পরিষদ নির্বাচনে গুপ্তবৃন্ধাবন কেন্দ্রে আগের রাতে ব্যালট পেপারে সিল দেয়াকে কেন্দ্র করে সহিংসতার ঘটনা ঘটে।
ওই ঘটনায় নিহত হন ওই ইউনিয়ন যুবদল নেতা আব্দুল মালেক। পরে নিহত মালেকের স্ত্রী মর্জিনা আক্তার বাদি হয়ে চেয়ারম্যান হেকমত শিকদারকে প্রধান আসামী করে ২৩ জনের নামে ও অজ্ঞাতনামা কয়েকজনকে আসামী করে টাঙ্গাইল চীপ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন। আদালত ঘাটাইল থানাকে মামলা নথিভুক্ত করার নির্দেশ দেন।
ঘাটাইল থানা মামলা তদন্ত করে আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করে। পরে বাদি অসন্তোষ প্রকাশ করে নারাজি দিলে আদালত জেলা গোয়েন্দা বিভাগকে (ডিবি) মামলা তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।
জেলা গোয়েন্দা বিভাগও মামলার তদন্ত করে আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করে। বাদি আবারও নারাজি দিলে আ্দালত জেলা সিআইডিকে মামলা তদন্তের নির্দেশ দেন। বর্তমানে মামলা সিআইডিতে তদন্তনাধীন রয়েছে।