ঝিনাইদহ স্ত্রী হত্যা মামলায় স্বামী মৃত্যুদণ্ড

ঝিনাইদহ স্ত্রী হত্যা মামলায় স্বামী মৃত্যুদণ্ড

নিজস্ব প্রতিবেদকঃ

ঝিনাইদহে যৌতুক না পেয়ে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। আজ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোঃ মিজানুর রহমান এ দণ্ড প্রদান করেন।

মামলার বিবরণে জানা যায়, ২০১৩ সালের ১৯ ডিসেম্বর শৈলকুপার উপজেলার দেবীনগর গ্রামের আব্দুল হালিম যৌতুক না পেয়ে স্ত্রী ববিতাকে হত্যা করে বাড়ির পাশের মেহগনি বাগানে ফেলে রাখে। পরে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠায়। এ ঘটনায় ববিতা খাতুনের মা সালেহা বাদী হয়ে পরেরদিন শৈলকুপা থানায় ৩ জনের নাম উল্লেখ করে মামলা করে।

সিআইডি পুলিশ দীর্ঘ তদন্ত শেষে, ২০১৪ সালের ২৬ মে স্বামী আব্দুল হালিম অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন। দীর্ঘবিচারিক প্রক্রিয়া শেষে আদালত আসামিকে মৃত্যুদণ্ড প্রদান করেন। সেই সাথে ১ লাখ টাকা অর্থদণ্ড করা হয়। আসামি পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ইস্যু করা হয়েছে।

Loading

পোষ্টটি প্রয়োজনীয় মনে হলে শেয়ার করতে পারেন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!