টস জিতে বোলিংয়ে বাংলাদেশ

টস জিতে বোলিংয়ে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদকঃ

ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম খেলায় টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ ক্রিকেট দল। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বিকেল তিনটায় ম্যাচটি শুরু হবে।

এই ম্যাচের আগে টি-টোয়েন্টিতে একবার মুখোমুখি হয় দুই দল। সেই সাক্ষাতে জয় পায় ইংল্যান্ড। এই সিরিজের মধ্য দিয়ে ইংল্যান্ড দেখিয়ে দিতে চায় তারা বিশ্বচ্যাম্পিয়ন। এমনটি জানিয়ে সিরিজ শুরুর আগে ইংলিশ তারকা পেসার ক্রিস ওকস বলেন, আমরা যে বিশ্ব চ্যাম্পিয়ন সেটা দেখানোর আরেকটি সুযোগ এটা। বিশ্বকাপের পর আমরা আর কোনো সিরিজ খেলিনি। এ ধরনের কন্ডিশনে আমাদের খেলতে হবে, এটার অন্য রকম রোমাঞ্চ আছে। ঘরের মাঠে বাংলাদেশ ভালো দল। রোমাঞ্চকর সিরিজ হবে।

প্রতিপক্ষ বাংলাদেশ দল নিয়ে ওকস বলেন, ঘরের মাটিতে বাংলাদেশ ভালো দল। ওয়ানডেতে তারা চ্যালেঞ্জ জানিয়েছে। ওয়ানডের মতো আরেকটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সিরিজ হতে যাচ্ছে।

Loading

পোষ্টটি প্রয়োজনীয় মনে হলে শেয়ার করতে পারেন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!