ট্রাক-পিকআপ সংঘর্ষে প্রাণ গেল ৩ জন

ট্রাক-পিকআপ সংঘর্ষে প্রাণ গেল ৩ জন

নিজস্ব প্রতিবেদকঃ

জামালপুরের মেলান্দহ উপজেলায় লবণবোঝাই ট্রাক ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন।

আজ সকাল পৌনে ৭টায় জামালপুর-দেওয়ানগঞ্জ মহাসড়কের মেলান্দহের বেতমারী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত তিনজন হলেন-পিকআপ ভ্যানে থাকা জামালপুর সদরের বিয়ারা পলাশতলা গ্রামের আব্দুল করিমের ছেলে শাহ আলম (৩৫), কুড়িগ্রামের চঞ্চল বর্মণ ও গাড়িটির চালক কাজল। তারা সবাই জামালপুরে টিউবয়েল পাড়া এলাকায় গ্রামীণফোন অফিসে চাকরি করতেন।

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দেলোয়ার হোসেন জানান, নারায়ণগঞ্জ থেকে লবণবোঝাই ট্রাক (ঢাকা মেট্রো-ট-১৩৬২৯৬) মেলান্দহে যাচ্ছিল। বিপরীত দিকে থেকে গ্রামীণফোনের কাজ করে পিকআপ ভ্যানযোগে (ঢাকা মেট্রো-ঠ-১১-২৯৯৪) জামালপুরে ফিরছিলেন ওই তিনজন। পিকআপ ভ্যানটি দেওয়ানগঞ্জ-জামালপুর মহাসড়কের মেলান্দহের বেতমারী এলাকায় পৌঁছালে লবণবোঝাই ট্রাকটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।

ওসি আরও জানান, পুলিশ ঘটনাস্থল থেকে নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। দুর্ঘটনার পর ট্রাকচালক পালিয়েছেন। দুর্ঘটনাকবলিত ট্রাক ও পিকআপ ভ্যান পুলিশি হেফাজতে রয়েছে।

Loading

পোষ্টটি প্রয়োজনীয় মনে হলে শেয়ার করতে পারেন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!