ট্রেডিশনাল মেডিসিন সেল গঠন সংক্রান্ত বৈঠক অনুষ্ঠিত

ট্রেডিশনাল মেডিসিন সেল গঠন সংক্রান্ত বৈঠক অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদকঃ

ঔষধ প্রশাসন অধিদপ্তরের উদ্যোগে ট্রেডিশনাল মেডিসিন সেল গঠন সংক্রান্ত কমিটির এক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে রাজধানীর মহাখালি ঔষধ প্রশাসন অধিদপ্তরের ঔষধ ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ ইউসুফ।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এনামুল হক, ঔষধ প্রশাসনের পরিচালক মো. সালাহউদ্দিন, আইয়ুব হোসেন, মোজাম্মেল হোসেন, বাংলাদেশ আয়ুর্বেদিক মেডিসিন ম্যানুফ্যাকচারার্স এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ডা.মো.মিজানুর রহমানসহ ইউনানী, আয়ুর্বেদিক, হোমিওপ্যাথিক ও হারবাল ঔষধ শিল্পের প্রতিনিধিরা।

সভায় জাতীয় স্বাস্থ্যসেবায় ট্রেডিশনাল মেডিসিনের ভূমিকা জোরদার করে এ শিল্পের ওষুধ রপ্তানিযোগ্য করতে এবং এ শিল্পখাতের উন্নয়ন ও বিকাশের লক্ষে ‘ট্রেডিশনাল ও হোমিও মেডিসিন সেল’ গঠন করা হয়।

এ সেল সংশ্লিষ্ট শিল্পখাতের যাবতীয় তদারকি থেকে শুরু করে উন্নয়ন, অগ্রগতি ও গবেষণাকল্পে সকল ব্যবস্থা গ্রহণ করবে। ট্রেডিশনাল ও হোমিও মেডিসিন সেলের প্রধান হিসেবে রয়েছেন ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ ইউসুফ।

Loading

পোষ্টটি প্রয়োজনীয় মনে হলে শেয়ার করতে পারেন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!