নিজস্ব প্রতিবেদক : রাজধানী ঢাকায় অভিযান চালিয়ে অজ্ঞান পার্টির ৫৯ জন সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। ৩০ জুলাই, বৃহস্পতিবার দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে একটা সংবাদ সম্মেলনে গ্রেফতারদের বিষয়ে বিস্তারিত তুলে ধরেন গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার আবদুল বাতেন।
তিনি বলেন, গত বুধবার হতে রাজধানীর বিভিন্ন এলাকায় ধারাবাহিকভাবে অভিযান চালিয়ে গোয়েন্দা ওয়ারি বিভাগ ১৬ জন, সাইবার এন্ড স্পেশাল ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগ ১০ জন, গোয়েন্দা মতিঝিল বিভাগ ৯ জন, গোয়েন্দা রমনা বিভাগ ৮ জন, গোয়েন্দা লালবাগ বিভাগ ৮ জন ও গোয়েন্দা তেজগাঁও বিভাগ ৮ জনসহ মোট ৫৯ জন অজ্ঞান পার্টির সদস্যকে গ্রেফতার করে।
এসময় তাদের কাছ থেকে ২৪০ পিস চেতনানাশক ট্যাবলেট, ৪টি তরল মুভ স্প্রে বোতল, ৯টি মলমের কৌটা, ৭টি হারবাল পেইন কিলার, ৫টি চাকু, গুল, ৯টি চেতনানাশক হালুয়াসহ মরিচের গুঁড়া ও জামবাগ উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা রুজু হয়েছে বলেও জানান তিনি।