ডিবি কার্যালয় থেকে যা বললেন শাকিব খান

ডিবি কার্যালয় থেকে যা বললেন শাকিব খান

নিজস্ব প্রতিবেদকঃ

ব্যক্তিগত একটি সমস্যা নিয়ে ডিবি কার্যালয়ে যান চিত্রনায়ক শাকিব খান। ঢাকার মিন্টো রোডের কার্যালয়ে রোববার বিকেল ৩টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত অবস্থান করেন তিনি।

কার্যালয়ে থেকে বের হয়ে শাকিব খান বলেন, ব্যক্তিগত একটি সমস্যা নিয়ে আলোচনা করতেই ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে গিয়েছিলাম।

এ সময় তিনি প্রযোজক রহমত উল্লাহকে ভুয়া ও বাটপার আখ্যা দেন। শাকিব বলেন, রহমত উল্লাহ শুধু আমার সঙ্গে প্রতারণা করেনি, গোটা চলচ্চিত্রের মানুষের সঙ্গে প্রতারণা করেছে। আমাকে পছন্দ করে- এমন লাখো-কোটি মানুষের সঙ্গে প্রতারণা করেছে।

তিনি বলেন, ভুয়া প্রযোজক নামধারী বাটপার রহমত উল্লাহর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার জন্য আমি গুলশান থানায় গিয়েছিলাম। তবে গুলশান থানা মামলাটি নেয়নি

শাকিব খান বলেন, ভুয়া সংবাদগুলো সবার মধ্যে ছড়িয়েছে। আমার মনে হয় শুধু রহমত উল্লাহ একা ছিল না, রহমত উল্লাহর পেছনে আরো অনেক লোক ছিল। না হলে রহমতুল্লাহ এফডিসিতে গিয়ে তিন-চারটি ভাইটাল অ্যাসোসিয়েশনের কাছে প্রযোজক সেজে ভুয়া তথ্য দিয়ে বিচার চাইতে পারতো না।

Loading

পোষ্টটি প্রয়োজনীয় মনে হলে শেয়ার করতে পারেন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!