নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী শহরের ভদ্রা এলাকায় রেলওয়ে অফিসার রেস্ট হাউস সংলগ্ন নগরের পানি নিস্কাশনের ড্রেনে টাকা ভাসতে দেখা যাচ্ছে।
সর্বপ্রথম স্থানীয় এক রিকশা চালক এই টাকা ড্রেনে ভাসতে দেখেছে। তারপর সে সেখান থেকে টাকা তুলতে শুরু করে, তার দেখাদেখি আরো অনেকেই ড্রেনে নেমে টাকা তুলছে। ঐ রিকশা চালক আনুমানিক ৫০০০০ হাজার মতো টাকা তুলেছে।
ধারণা করা হচ্ছে এগুলো অবৈধ টাকা বা কোন অপরাধের সাথে জড়িত টাকা। এই বিষয়ে রেলওয়ে থানার একজন পুলিশ কর্মকর্তা অর্থ আদালতকে জানান, আমরা ঘটনাটি শুনে আমাদের লোক পাঠিয়েছি, বিস্তারিত খতিয়ে দেখা হচ্ছে।
তারপর থেকে লোকজন ড্রেন থেকে টাকা তুলতে তোড়জোর শুরু করেছে। সবাই কমবেশি ৫০০ বা ১০০০ টাকার এক দুইটা করে নোট পেয়েছে।