নিজস্ব প্রতিবেদক :
সদস্যদের চাঁদার টাকা আত্মসাতের অভিযোগে ঢাকা ট্যাকসেস্ বার এসোসিয়েশনের সহকারী কম্পিউটার অপারেটরকে আটক করা হয়েছে। তাঁর নাম- আকতার ফিরোজ রাসেল। এ সময় তাঁর নিকট থেকে ভুয়া জাল জমা রসিদ উদ্ধার করা হয়।
আজ ০২ সেপ্টেম্বর, বুধবার ঢাকা ট্যাকসেস্ বার এসোসিয়েশনের নির্বাহী সদস্য জনাব সুজন চক্রবর্তী অর্থ আদালতকে এ তথ্য নিশ্চিত করেছেন।
অভিযুক্ত কম্পিউটার অপারেটর আকতার ফিরোজ রাসেল মোঃ সাখাওয়াত হোসেন নামের একজন কর আইনজীবী সদস্যের বারের চাঁদার টাকা ডিপোজিট স্লিপ (ব্যাংক রসিদ) জমা না করে আত্মসাৎ করে ১৪৭০০/- টাকার ভুয়া জাল জমা রসিদ প্রদান করেন। ঢাকা ট্যাকসেস্ বার এসোসিয়েশনের সহ সাধারণ সম্পাদক, মোঃ আনোয়ার হোসেন এর নেতৃত্বে বারের বর্তমান কার্যকরী সদস্যের একটি টিম এই সময় রাসেলকে হাতে নাতে ধরে ফেলেন।
তাকে রমনা রমনা মডেল থানা পুলিশে সোপর্দ করা হয়েছে এবং মামলার প্রস্ততি চলছে।
উল্লেখ্য, মোঃ আনোয়ার হোসেন এর নেতৃত্বে ঢাকা ট্যাকসেস্ বার এসোসিয়েশনের বর্তমান কার্যকরী কমিটি গত সপ্তাহে জাল কোর্ট ফি সহ বারের সহকারী হিসাব রক্ষক, আলফাজকে আটক করে পুলিশে সোপর্দ করে।