ঢাকা ট্যাকসেস বার এসোসিয়েশনের উদ্যোগে জাতীয় শোক দিবস পালন

ঢাকা ট্যাকসেস বার এসোসিয়েশনের উদ্যোগে জাতীয় শোক দিবস পালন

ট্যাকসেস বার প্রতিনিধি : ঢাকা ট্যাকসেস বার এসোসিয়েশনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালন করা হয়েছে।  আজ ১৫ আগস্ট, শনিবার দুপুর ১২ টায় ঢাকা ট্যাকসেস বার এসোসিয়েশন এর হলরুমে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী পালন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ঢাকা ট্যাকসেস্ বার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জনাব সুফী মোহাম্মদ আল মামুনের পরিচালনায় সভাপতি অ্যাডভোকেট সৈয়দ ইকবাল মোস্তফার সভাপতিত্বে আলোচনা সভায় অংশগ্রহণ করেন বীর মুক্তিযোদ্ধা সাবেক এমপি অ্যাডভোকেট জনাব শাহ জিকরুল আহমেদ, সিনিয়র অ্যাডভোকেট সর্দার জিন্নাত আলী, সিনিয়র অ্যাডভোকেট জনাব আবু আমজাদ, বীর মুক্তিযোদ্ধা সিনিয়র অ্যাডভোকেট জনাব তোরাব আলী খান, অ্যাডভোকেট জনাব ছিদ্দিকুর রহমান মিয়া, অ্যাডভোকেট জনাব আকবর হোসেন-২, অ্যাডভোকেট জনাব হাবিবুর রহমান ভূইয়া, জনাব মোখলেসুর রহমান মন্টু, অ্যাডভোকেট জনাব মোঃ মুস্তাফিজুর রহমান, জনাব জহুরুল ইসলাম, অ্যাডভোকেট জনাব মোঃ আনোয়ার হোসেন, জনাব সিদ্দিকুর রহমান, জনাব নুরুল ইসলাম ফুয়াদ, অ্যাডভোকেট কাজী নাছরীন আক্তার, আরাবী নুর ইয়াসমিন (লিমা), ঢাকা ট্যাকসেস্ বার এসোসিয়েশনের সম্পাদক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুফী মোহাম্মদ আল মামুন এবং পরিশেষে সমাপনী বক্তৃতায় অংশ নেন সভাপতি অ্যাডভোকেট সৈয়দ ইকবাল মোস্তফা।

আলোচনা শেষে সভার সমাপ্তি ঘোষণা করতঃ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় ও পরবর্তীতে তবারক বিতরণ করা হয়।

পরবর্তীতে ঢাকা ট্যাকসেস্ বার এসোসিয়েশন, বাংলাদেশ ট্যাক্স ল’ইয়ার্স এসোসিয়েশন (বিটিএলএ) এবং বাংলাদেশ আওয়ামী কর আইনজীবী লীগের কর্মীবৃন্দ ও নেতৃবৃন্দ ১৫ই আগস্ট, জাতীয় শোক দিবসে নিহত শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করেন।

Loading

পোষ্টটি প্রয়োজনীয় মনে হলে শেয়ার করতে পারেন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!