নিজস্ব প্রতিবেদকঃ
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) নিউরোসার্জারি বিভাগের নতুন বিভাগীয় প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ডা. মো. শফিকুল ইসলাম। বুধবার (১০ মে) সন্ধ্যায় ডা. মো. শফিকুল ইসলাম তার নিয়োগের বিষয়টি নিশ্চিত করেছেন।
এছাড়াও এদিন এক প্রজ্ঞাপনে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ১৯ জন বিশেষজ্ঞ চিকিৎসককে অধ্যাপক হিসেবে পদোন্নতি দেওয়া হয়।
ডা. মো. শফিকুল ইসলাম বলেন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের এক প্রজ্ঞাপনে আমাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের বিভাগীয় প্রধান করা হয়েছে। এজন্য আল্লাহর কাছে শুকরিয়া।
জানা গেছে, গত ২৯ জানুয়ারি বিশেষজ্ঞ চিকিৎসক হিসেবে তৃতীয় গ্রেডে অধ্যাপক হিসেবে পদোন্নতি পান ডা. মো. শফিকুল ইসলাম। তিনি বাংলাদেশ সোসাইটি অব নিউরোসার্জন্সের জেনারেল সেক্রেটারি হিসেবেও দায়িত্ব পালন করছেন।