কর্মসংস্থান ডেস্ক: সোনালী ব্যাংক, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক ও বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স করপোরেশনে কর্মকর্তা নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ব্যাংকার্স সিলেকশন কমিটি।
বিজ্ঞপ্তি অনুযায়ী, সিনিয়র অফিসার (আইটি) পদে সোনালী ব্যাংকে ৩৩ জন, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংকে ৩ জন এবং বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স করপোরেশনে ২ জন মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার ও ২ জন মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার (নেটওয়ার্ক) সহ মোট ৪০ জনকে চাকুরির জন্য নেওয়া হবে।
বেতনস্কেলঃ নিয়োগপ্রাপ্তদের জাতীয় বেতনস্কেল ২০১৫ অনুযায়ী ২২,০০০-৫৩,০৬০ টাকা স্কেলে বেতন এবং নিয়মানুযায়ী অন্যান্য সুবিধা দেওয়া হবে।
আবেদনঃ
অনলাইনে ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদনের জন্য ক্লিক করুনঃ অনলাইন আবেদন
আবেদনের শেষ সময়ঃ ২৮ জুলাই পর্যন্ত আবেদন করা যাবে।