নিউজ ডেস্কঃ
করোনা সংক্রমন ও তীব্র গরমের মাঝেও পবিত্র রমজান মাসের রোজা পালন করছেন ধর্মপ্রাণ মসলিমগণ। তীব্র গরমে গতকাল ঢাকার জনজীবন ছিল দুঃসহ। এই মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে গতকাল (রোববার) ঢাকায় ৩৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অধিদফতর জানিয়েছে, আজও ঢাকার তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে। ফলে সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রির কাছাকাছি থাকতে পারে।
সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকার আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। দক্ষিণ-পশ্চিম/দক্ষিণ দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
ঢাকায় আজ ভোর ৬টায় তাপমাত্রা রেকর্ড হয়েছে ২৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৬৬ শতাংশ। আর্দ্রতার পরিমাণ কম থাকায় তাপমাত্রা বেশি থাকলেও তুলনামূলক কম গরম অনুভূত হতে পারে।