দর বাড়ার শীর্ষে এডিএন টেলিকম

দর বাড়ার শীর্ষে এডিএন টেলিকম

নিজস্ব প্রতিবেদকঃ

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ বৃহস্পতিবার টপটেন গেইনার বা দর বাড়ার শীর্ষে রয়েছে এডিএন টেলিকম লিমিটেড। আজ শেয়ারটির দর ১২ টাকা ৮০ পয়সা বা ৯.৯৮ শতাংশ বেড়েছে। এদিন শেয়ারটি সর্বশেষ ১৪১ টাকা দরে লেনদেন হয়।ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য অনুযায়ী, কোম্পানিটি ৩ হাজার ৭২৭ বারে ২৫ লাখ ৮৭ হাজার  ৭৩৩টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৩৫ কোটি ৩৯ লাখ ১০ হাজার টাকা।

তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স লিমিটেড। আজ কোম্পানিটির দর বেড়েছে ৫ টাকা ৩০ পয়সা বা ৯.৮৩ শতাংশ। শেয়ারটি সর্বশেষ ৫৯ টাকা ২০ পয়সা দরে লেনদেন হয়।

তালিকার তৃতীয় স্থানে রয়েছে হাক্কানি পাল্প অ্যান্ড পেপার মিলস লিমিটেড। আজ কোম্পানিটির শেয়ার ৪ টাকা ২০ পয়সা বা ৮.৭৫ শতাংশ বেড়েছে। এদিন শেয়ারটি সর্বশেষ ৫২ টাকা ২০ পয়সা দরে লেনদেন হয়।

গেইনার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- জেমিনি সী, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স, আমরা নেটওয়ার্কস, লিগ্যাসি ফুটওয়্যার, রূপালী লাইফ ইন্স্যুরেন্স, আল-হাজ্ব টেক্সটাইল ও ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্কস লিমিটেড।

Loading

পোষ্টটি প্রয়োজনীয় মনে হলে শেয়ার করতে পারেন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!