দিনে কসাই, রাতে মাদক কারবারি

দিনে কসাই, রাতে মাদক কারবারি

নিজস্ব প্রতিবেদকঃ

রাজধানীর মিরপুরে মো. রুস্তম ওরফে রুস্তম কসাই (৩৯) নামে একজনকে ইয়াবাসহ গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাতে মিরপুরের টেকনিক্যাল মোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ বলছে, রুস্তম দিনে মাংস এবং রাতে ইয়াবা বিক্রি করত।

মিরপুর থানার ওসি মোহাম্মদ মহসীন জানান, রুস্তম মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পের জানে আলম ওরফে কালুর ছেলে। সে মিরপুরের চিহ্নিত মাদক ব্যবসায়ী। রায়েরবাজার এলাকায় সে কসাই হিসেবে পরিচিত। দিনে মাংস বিক্রির কাজে ব্যস্ত থাকে।

ওসি বলেন, রুস্তম রাত হলেই বেরিয়ে পড়ে ইয়াবার প্যাকেট নিয়ে। বৃহস্পতিবারও ইয়াবা বিক্রির উদ্দেশ্যে টেকনিক্যাল মোড় এলাকায় যায় রুস্তম। তখন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তাকে গ্রেপ্তার করে। পরে তাকে তল্লাশি করে এক হাজার পিস ইয়াবা পাওয়া যায়। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় চারটি মামলা রয়েছে।

Loading

পোষ্টটি প্রয়োজনীয় মনে হলে শেয়ার করতে পারেন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!