নিজস্ব প্রতিবেদকঃ
কক্সবাজারের টেকনাফে দুই কৃষক অপহরণকারী মামলার আসামি নুরুল আমিনকে (৪০) গ্রেফতার করেছে পুলিশ।
টেকনাফ মডেল থানার ওসি মো. আবদুল হালিম যুগান্তরকে বলেন, মঙ্গলবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অপহরণ চক্রের অপর সদস্যরা পাহাড়ে পালিয়ে যায়।
তিনি আরও বলেন, তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনিব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। পাশাপাশি পালিয়ে যাওয়া ব্যক্তিদের আইনের আওতায় আনতে কাজ করছে পুলিশ।